সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিঠাই ধারাবাহিকের মূল চ’রি’ত্রে অভিনয় ক’রা সৌমিতৃষা কত পারিশ্রমিক পা’ন এপিসোড প্র’তি?

টিআরপি তালিকায় এবার মিঠাইকে পিছনে ফেলে উপরে উঠে গেছে গাঁটছড়া ধারাবাহিকটি। ৪৪ সপ্তাহ ধরে টিআরপির উপরে ছিল মিঠাই, এই ধারাবাহিকটি তবে অবশেষে এই রেকর্ড গড়ার শীর্ষ থেকে বেরিয়ে গেল মিঠাই ধারাবাহিকটি তার বদলে প্রথম স্থানে উঠে এলো গাঁটছড়া।

মিঠাই রানী ধারাবাহিকটি এখন রয়েছে টিআরপির দ্বিতীয় থেকে তৃতীয় তালিকায়। এই ধারাবাহিকের তারকাদের পারিশ্রমিক বেশ মোটা অংকের। এবার আসুন জেনে নিই মিঠাই ধারাবাহিকটির সমস্ত অভিনেতা অভিনেত্রীদের বেতনের হিসাব।

উদয় প্রতাপ সিং যিনি মোদক বাড়ির জামাই অর্থাৎ রাতুলের চরিত্রটিকে অভিনয় করছেন যার প্রত্যেক এপিসোডের বেতন ১০ থেকে ১২ হাজার টাকা।

আরো পড়ুন: বাংলা বনধ না মানলে মৃ’ত্যু’দ’ণ্ড, মাওবাদী পোস্টার ঘি’রে আ’ত’ঙ্ক

মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের মায়ের চরিত্রে রয়েছেন বনি চ্যাটার্জী, বহুদিন আগেই তিনি সিরিয়ালটি থেকে বাদ পড়েছেন কারণ তার মৃত্যু দেখানো হয়েছে ধারাবাহিকটিতে, তবে যতদিন তিনি অভিনয় করেছিলেন প্রতি এপিসোডে পারিশ্রমিক দেওয়া হযতো ৬ থেকে ৮ হাজার টাকা।

অর্পিতা মুখার্জি যাকে দেখা গেছে মোদক বাড়ির মেয়ে অপরাজিতার চরিত্রে অভিনয় করতে, প্রত্যেক এপিসোডের পারিশ্রমিক ৮ থেকে ১০ হাজার টাকা। এই ধারাবাহিকের স্যান্ডি চরিত্রে অভিনয় করছেন তার পারিশ্রমিক হিসেবে প্রত্যেক এপিসোডের বেতন ১২ থেকে ১৪ হাজার টাকা।

প্রিয়ম চক্রবর্তী যিনি মিঠাইয়ের বড় ননদের চরিত্রে অভিনয় করছেন যদিও এই মুহূর্তে তার প্রেগনেন্সির কারণে তাকে সরে যেতে হয়েছে ধারাবাহিক থেকে, এবং তার চরিত্রে অভিনয় করতে এখন দেখা যাচ্ছে কৌশাম্বী চক্রবর্তীকে। প্রত্যেক এপিসোডের পারিশ্রমিক হিসেবে বেতন দেওয়া হয় ১০ থেকে ১২ হাজার টাকা।

এই ধারাবাহিকে লোপামুদ্রার সিনহা অভিনয় করছেন নিপার মায়ের চরিত্রে। প্রত্যেক এপিসোডের পারিশ্রমিক হিসেবে টাকা দেওয়া হয় ৫ থেকে ৭ হাজার টাকা। এই ধারাবাহিকের প্রধান খলনায়ক হিসেবে অভিনয় করছেন নীল চ্যাটার্জী যার প্রত্যেক এপিসোডের পারিশ্রমিক হিসেবে বেতন দেওয়া হয় ১২ থেকে ১৪ হাজার টাকা।

বর্তমানে তাকে আর দেখা যাচ্ছে না এ ধারাবাহিকে। মিঠাইয়ের ননদের ভূমিকায় দিয়া মুখার্জিকে দেখা যাচ্ছে অভিনয় করতে যার প্রত্যেক এপিসোডের পারিশ্রমিক হিসেবে বেতন ১২ থেকে ১৪ হাজার টাকা।

আরো পড়ুন: একটু হলেই খু’লে যাচ্ছিলো পোশাক, হাত দিয়ে সা’ম’লে নিয়ে ম’ঞ্চে তু’মু’ল নাচ ঊর্বশীর

মিঠাই ধারাবাহিকটি প্রধান চরিত্র মিঠাই এর চরিত্রে অভিনয় করেছে সৌমি তৃষা কুন্ডু। প্রত্যেক এপিসোডের পারিশ্রমিক ২০ থেকে ২৪ হাজার টাকা। আদৃত প্রধান চরিত্র ধারাবাহিকটির সিদ্ধার্থ তার প্রত্যেক এপিসোডের বেতন দেওয়া হয় ২০ থেকে ২৪ হাজার টাকা।

মিঠাই এর শ্বশুর মশাইয়ের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক চক্রবর্তী যিনি বর্তমানে পারিশ্রমিক হিসেবে পান ১০ থেকে ১২ হাজার টাকা প্রত্যেকটি এপিসোড এর ভিত্তিতে। এই ধারাবাহিকের খলনায়িকা তোর্সা চরিত্রে অভিনয় করছেন যার প্রত্যেকটি এপিসোদের পারিশ্রমিক ১৪ থেকে ১৫ হাজার টাকা।।