সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প’রি’স্রু’ত পা’নী’য় জল প্র’ক’ল্পে’র আ’নু’ষ্ঠা’নি’ক সূ’চ’না!

পরিস্রুত পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা

মালদা,৩০ মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিস্রুত পানীয় জল প্রকল্পের প্রথম পর্যায়ে আনুষ্ঠানিক সূচনা।
নারকেল ফাটিয়ে পরিস্রুত পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন , ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা।
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় পরিস্রুত পানীয় জল প্রকল্পের প্রথম পর্যায় আনুষ্ঠানিক সূচনা করা হয়।

গত কয়েক বছর ধরে এই জল প্রকল্পের কাজ চলছিল। ইংরেজবাজার পৌরসভার নাগরিকরা পাবে এই পরিষেবা। ইংরেজবাজার ব্লকের নিমাসরাই এলাকায় কালিন্দ্রী নদী থেকে জল তোলা হবে। সেই জল পরিস্রুত হবে দৈবকি পুর এলাকায়। বহু টালবাহানার পর নতুন করে আবার কাজ শুরু হয়। বিধানসভা নির্বাচনের আগে এই প্রসূত পানীয় জলের প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৎপর হোন পরিস্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। কয়েকশো কোটি টাকা বরাদ্দে তৈরি হয় এই জল প্রকল্প। জানা গিয়েছে, পুরনো লাইন দিয়ে আপাতত এই জলের পরিষেবা দেওয়া হবে পৌরবাসীকে।

ইংরেজবাজার পৌরসভার ২০.২১.২২,২৩,২৬,২৭ এবং ২৮ নং ওয়ার্ডের আংশিক পরিস্রুত পানীয় জল সরবরাহ করা হবে।
উপস্থিত ছিলেন, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর দুলাল সরকার, চৈতালি ঘোষ সরকার, সুজিত সাহা,কাকলি কর্মকার সহ অন্যান্য কাউন্সিলররা।