সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা বনধ না মানলে মৃ’ত্যু’দ’ণ্ড, মাওবাদী পোস্টার ঘি’রে আ’ত’ঙ্ক

বাঁকুড়া ও ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের নামে একাধিক জায়গায় পোস্টার পড়ল। তাতে হুঁশিয়ারির সুরে লেখা – ৮ তারিখ বাংলা বন্‌ধ পালন না করলে মৃত্যুদণ্ড হবে। দুই জেলাতেই একই বয়ান-সহ পোস্টার উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।

এছাড়া বৃহস্পতিবার বেলপাহাড়িতে একটি ল্যান্ডমাইন উদ্ধারের খবরও মিলেছে। ঘটনাস্থলে রয়েছে বম্ব স্কোয়াড। সতর্ক দুই জেলার পুলিশ। রাজ্য সরকার দুষ্কৃতীদের স্পেশ্যাল হোমগার্ডে চাকরিতে নিয়োগ করেছে। এই অভিযোগ তুলে আগামী ৮ তারিখ বাংলা বন্‌ধের ডাক দিয়েছে মাওবাদীরা।

তার আগে চলতি সপ্তাহ থেকেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার। তাতে লেখা, রাজ্য সরকারের দুর্নীতির ক্রিমিনালদেরকে স্পেশ্যাল হোম গার্ড এ চাকরি দেওয়া হল কেন? তার প্রতিবাদে আগামী 8 এপ্রিল তারিখে সারা বাংলা বন্‌ধ পালন করুন।

আরো পড়ুন: একটু হলেই খু’লে যাচ্ছিলো পোশাক, হাত দিয়ে সা’ম’লে নিয়ে ম’ঞ্চে তু’মু’ল নাচ ঊর্বশীর

বন্‌ধ না মানলে মৃত্যুদণ্ডের হুমকিও দেওয়া হয়েছে। সিপিআই মাওবাদীদের নাম সই করা। রাইপুর ব্লকের ঢেকো পঞ্চায়েতের খয়েরবনি গ্রামে বুধবার এই পোস্টারটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

সাদা কাগজের উপর লাল কালিতে লেখা রয়েছে তাদের বার্তা। খবর পেয়ে বক্সী ফাঁড়ির পুলিশ ওই গ্রামে গিয়ে পোস্টারটি উদ্ধার করে।দীর্ঘদিন পরে ফের মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঝাড়গ্রামের সীমানা ঘেঁষা রাইপুর ব্লকের বিস্তীর্ণ জঙ্গলমহল এলাকা একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল। ফলে এই এলাকায় আবারও মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় আতঙ্ক বেড়েছে। অন্যদিকে, ঝাড়গ্রামের কাঁকো ও খামার এলাকার একাধিক জায়গাতেও একই পোস্টার উদ্ধার হয়েছে।

বলা হচ্ছে, পোস্টারের বয়ানের ধরন মনে করাচ্ছে, আগেকার অশান্ত দিনগুলির কথা। বৃহস্পতিবার আবার সেই বেলপাহাড়ির লবণীতে ল্যান্ডমাইন উদ্ধারের ঘটনা চিন্তা বাড়িয়েছে পুলিশ প্রশাসনের।