সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মুহূর্তে ব’ড়ো খ’ব’র, ৬৩ টি ইঞ্জিনিয়ারিং ক’লে’জ হতে চ’লে’ছে দেশজুড়ে

গত ১০ বছরে ইঞ্জিনিয়ারিং এর আসনে বড়োসড়ো পতন দেখা দিয়েছে। সঠিক পরিকাঠামো এবং অত্যধিক মাত্রায় খরচেই জন্য ২০১৫ থেকে ২০১৬ র মধ্যে আসন কমেছিলো প্রচুর। AICTE -র সাম্প্রতিক সমীক্ষা বলছে, গত ১০ বছরে ইঞ্জিনিয়ারিং কলেজ এর আসন সংখ্যা কমেছে প্রায় ২৩ লক্ষ্যের বেশি।

এই পরিস্থিতিতে বন্ধ হতে পারে ৬৩টি কলেজ। ২০১৯ সাল থেকেই কলেজ এর সংখ্যা কমতে দেখা গেছে। AICTE সেই সব কলেজে র দাবি বিচার করে বহু কলেজ বন্ধ করার অনুমতিও দিচ্ছিল। আসন সংখ্যা কেন কমল তার কারণ স্বরূপ AICTE-র চেয়ারম্যান বলছেন গত বছর থেকে কোভিড পরিস্থিতির কারণে এই বিপর্যয় আরো বেড়েছে ।

তবে এ বিষয়ে অভিভাবকদের দাবি, বেশির ভাগ কলেজে ল্যাবের ঠিকমতো ব্যবস্থা নেই, তাই ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে। সব থেকে বড় সমস্যা হল ইঞ্জিনিয়ারিং পড়তে যে বিপুল পরিমাণ টাকা খরচ হয় সেই অনুযায়ী ভালো বেতনে চাকরি তারা পায়না।