সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো সি’দ্ধা’ন্ত RBI-র, ব্যক্তিগত অফলাইন লেনদেনের ঊ’র্ধ্ব’সী’মা ২০০ টা’কা মা’ত্র

অফলাইন পেমেন্টে ইন্টারনেট বা টেলিকম সংযোগের প্রয়োজন হয় না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( RBI) এবার এই ব্যক্তিগত অফলাইন লেনদেনের ঊর্ধ্বসীমা ২০০ টাকায় বেঁধে দিল। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, অফলাইন পেমেন্টের মাধ্যমে শুধুমাত্র ২০০ টাকার কমে পরিমাণের অর্থ প্রদানই করা যাবে। এটি আরবিআইয়ের ‘অফলাইন মোডে স্বল্প মূল্যের ডিজিটাল পেমেন্টের কাঠামো’ শীর্ষক আলোচনার অংশ।

২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত কিছু সংস্থা ইতিমধ্যেই পাইলট পরীক্ষায় অংশ নিয়েছে৷ গত ৬ অগস্ট, RBI একটি পাইলট প্রকল্পের অনুমতি দেয়। স্বল্প অঙ্কের লেনদেনে সহায়ক, এমন প্রযুক্তির উদ্ভাবনে উৎসাহ প্রদান করা কেন্দ্রীয় ব্যাঙ্কের অন্যতম লক্ষ্য৷

কেন্দ্রীক নিয়ন্ত্রক জানিয়েছে, অনুমোদিত পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) এবং পেমেন্ট সিস্টেম অংশগ্রহণকারীদের (PSP) ছোট অঙ্কের অফলাইন ডিজিটাল পেমেন্টের সুবিধার্থে নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। একটি পেমেন্ট ইনস্ট্রুমেন্টে অফলাইন লেনদেনের মোট সীমা কোনও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ২,০০০ টাকা পর্যন্ত হবে। AFA (অতিরিক্ত ফ্যাক্টর প্রমাণীকরণ) সহ একবার অনলাইন পেমেন্ট করলে তবেই ফের অফলাইনে এই পরিমাণ টাকা পাঠানো যাবে।