সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গান্ধী’র স্মৃতি বি’জ’ড়ি’ত আ’শ্র’মে চ’র’কা কা’ট’লে’ন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

গান্ধীর স্মৃতি বিজড়িত আশ্রমে চরকা কাটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুই দিনের সফরে ভারতে এসেছেন। ভারত সফরের প্রথম দিনে গুজরাতে এসেছেন বরিস। গান্ধীর জন্মভূমিতে পা রেখেই ভারতের জাতির জনকের প্রতি নিজের শ্রদ্ধার কথা ব্যক্ত করলেন বরিস।

ব্রিটিশ এই প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে গিয়ে চরকা কাটলেন। পাশাপাশি ‘ভিসিটরস বুকে’ বিশেষ বার্তাও লিখলেন। বরিস জনসন এদিন ভিসিটরস বুকে লেখেন, এই অসাধারণ মানুষটির আশ্রমে আসা একটা বিশাল বড় সৌভাগ্যের বিষয়। পাশাপাশি তিনি কীভাবে বিশ্বকে উন্নত করার জন্য সত্য ও অহিংসার এত সহজ নীতিগুলিকে সংগঠিত করেছিলেন তা বুঝতে পারার জন্য এই আশ্রমে আসা উচিত।

ব্রিটিশ এই প্রধানমন্ত্রীর রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করার কথা। এরপর তিনি পঞ্চমহল জেলার হালোলের কাছে ব্রিটিশ নির্মাণ সরঞ্জাম উত্পাদনকারী সংস্থা জেসিবি-র একটি কারখানায় যাবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী তারপর গান্ধীনগরে নির্মীমান গুজরাত বায়োটেকনোলজি ইউনিভার্সিটির ক্যাম্পাস পরিদর্শন করবেন। এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গড়ে উঠছে।