সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়ের বয়স ৭১ বছর, বরের বয়স ৬৯, তারাই মূলত দেখিয়েছেন এই বয়সেও ‘যৌ”ন”তা’ উপভোগ ক’রা যায়!

দাম্পত্য জীবনে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ থাকতে গেলে ‘যৌ’ন’জী’ব’ন স্বাস্থ্যকর হওয়া দরকার। একথা সকলেই জানেন। তবে আবারও এই কথা সকলকে স্মরণ করিয়ে দিলেন আমেরিকার এক বৃদ্ধ দম্পতি যারা সদ্যবিবাহিত। তাঁরা মূলত এই কথাই প্রমাণ করলেন যে ‘যৌ’ন’তা’ উপভোগের কোনো বয়স হয় না ৷

এখানে ৭০ বছর বয়সী সিন্থিয়া ক্যাসের সাথে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন ৬৯ বছর বয়সী জেমস ক্লার্ক। সিন্থিয়া পেশায় ফিনান্সিয়াল সফ্টওয়্যার ডিজাইনার৷ অন্যদিকে জেমস ক্লার্ক পোকার খেলতেন লাস ভেগাসে ৷ দেড় বছর আগে এক ডেটিং অ্যাপ-এ তাঁদের প্রথম পরিচয় হয়। তারপর তিনদিনের ছুটিতে জেমস গিয়েছিলেন ফ্লোরিডা৷

এর পর একজন ফ্লোরিডায়, অন্যজন লাসভেগাসে থেকে ৯ মাস ধরে প্রেমপর্ব চালিয়ে যান৷ তার পর বিয়ে করেন৷ দশ বছর ডিভোর্সি জীবন কাটিয়ে উঠে ফের সিন্থিয়া কে বিয়ে করেন জেমস৷ এখন তিনি ফ্লোরিডায় সিন্থিয়া এবং তাঁর প্রথম পক্ষের ৩৮ বছর বয়সী সন্তানের সঙ্গে একই ফ্ল্যাটে থাকেন ৷

আরো পড়ুন: রেস্তোরাঁর বাফে-তে দুজনের খাওয়া একজন খে’য়ে ফেলায় তরুণীর থেকে দ্বিগুণ টা’কা নি’লো কর্তৃপক্ষ

এখন একই ছাদের নীচে কমবয়সী দম্পতিদের মতো তাঁদের সুন্দর সংসার, যেখানে তাঁরা চাইলেই দিনে দু’বার উত্তাল ‘যৌ’ন’তা’র সমুদ্রে ভেসে যান। তাঁরা দু’জনেই বলেছেন, এখন তাঁরা জীবনের সবচেয়ে সেরা ‘যৌ’ন’সম্পর্ক উপভোগে ব্যস্ত।

তবে প্রকৃতির নিয়মে এই বয়সে এতটা ‘যৌ’ন’স’ম্প’র্ক উপভোগ করা তো সহজ নয়। তাই এই দম্পতি এক কসমেটিক সার্জেনের পডকাস্টে এসেছিলেন৷ সেখানে জানা যায়, সিন্থিয়া ‘ভ্যা”জা”ই”না’ল’ টিস্যু রিবিল্ড এবং ক্লিটোরাল সেন্সিটিভিটি এনহ্যান্স করিয়েছেন৷ তবে তার প্রভাব কি তা এখনও স্পষ্ট নয়। সিন্থিয়ার এক সন্তান রয়েছে। তাঁর প্রথম স্বামী মৃ’ত।

তবুও সিন্থিয়ার কথায়, তিনি বুঝতে পেরেছিলেন যে জেমস তাঁকে শা’রী’রি’ক দিক থেকে তৃপ্ত করতে পারবেন৷ কারণ জেমস সব সময়ই ভীষণ স্ফুর্তিতে থাকেন৷ শরীরের খেলায় তাঁরা এতটাই পারদর্শী যে মুহূর্তগুলো কেমন করে কেটে যায় তাঁরা বুঝতেই পারেন না। তবে মাঝে মাঝে তাঁদের থামতে হয় কারণ তাঁরা আর নড়াচড়া করতে পারেন না!

৬৯ বয়সে জেমসেরও লিঙ্গোত্থান নিয়ে সমস্যা থাকায় তিনিও চিকিৎসকের শরণাপন্ন হন ৷ চিকিৎসক তাঁদের শা’রী’রি’ক প্রতিবন্ধকতাকে দূরে সড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। বর্তমানে তাঁদের সব সমস্যা দূর হয়েছে। এ প্রসঙ্গে দু’জনেই বলেন, বয়স হয়েছে বলে ‘যৌ’ন’তা’র আনন্দ উপভোগ করবেন না এমনটা কখনোই করা উচিত নয়। নিজেকে বঞ্চিত না করে সেই আনন্দ চুটিয়ে অনুভব করা উচিত৷