সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একেই বলে জ’ন’তা’র মা’র! দু’র্নী’তি’তে যু’ক্ত নেতাকে খাঁচায় ভরে নদীতে ফেলে শা’স্তি

সত্যজিৎ রায়ের গুপী গায়েন বাঘা বায়েনের ছবির একটি দৃশ্যের সাথে এই ঘটনার রয়েছে নিবিড় যোগ। এই ঘটনাকে বলা হয় তোনকা যা এক অভিনব শাস্তির পন্থা। ভিজিলিয়ান উৎসবে অনুষ্ঠিত হয় এই শাস্তি। কিন্তু কেন এই উৎসবে শাস্তির প্রচলন আসুন জানবো আজকের এই প্রতিবেদনে।

মূলত বড় কঠিন এক শাস্তি তবে তা মৃত্যুদণ্ড নয়। ইতালির ত্রেন্তো শহরে এই কঠিন শাস্তির প্রচলন রয়েছে। শাস্তির কোপে শুধুমাত্র রাজনীতিবিদ ছাড়াও স্থানীয় বিখ্যাত ব্যক্তিরাও পড়তে পারেন। যাঁরাই তাদের প্রিয় শহরকে হেয় বলে প্রতিপন্ন করবে তাঁরাই এই শাস্তির কবলে পড়বে।

শাস্তিটি হল দুষ্টু নেতাকে লোহার খাঁচার মধ্যে বন্দি করে খাঁচাটিকে নিয়ে গিয়ে স্থানীয় নদীতে ভাসিয়ে দেয়া হত যাতে নেতা ওই নদীর জলে খানিকটা হাবুডুবু খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ঐ দুষ্ট নেতাকে জনতাই আবার উদ্ধার করে থাকেন।  এর আগে অর্থাৎ গত বছর ২০২২ সালের ২৬ শে জুন ত্রেন্তো শহরে দুষ্ট নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল এবং এই চলতি বছরে আবারো অনুষ্ঠিত হতে চলেছে ভিজিলিয়ান উৎসব।

আরো খবর: আরো ১১ দিনের ED হে’ফা’জ’তে কেষ্ট মন্ডল

আবারো কোন দুষ্টু নেতাকে শাস্তি দেওয়া হবে সেটিই এখন দেখার কারণ নেতাকে মানুষই নির্বাচন করে থাকেন জনহিতকর কাজ করার জন্য কিন্তু বেশিরভাগ নেতারাই ক্ষমতায় এলে নিজেদের স্বার্থ এবং মুনাফা দেখার চেষ্টা করেন, জনসেবামূলক কাজ করতে ভুলে যান।

তাই আবার জনতাই তাঁকে তাঁর গতিচ্যুত করেন কিন্তু তার সঠিক শাস্তি দিতে পারি না আমরা।বলা চলে ইতালির বাসিন্দারা সেই মহৎ কাজটি করে থাকেন যা এক কথায় অনবদ্য।