সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আরো ১১ দিনের ED হে’ফা’জ’তে কেষ্ট মন্ডল

শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর,মাসখানেক আগে তৃণমূলের (TMC) আরও এক হেভিওয়েট নেতা ধরা পড়েন কেন্দ্রীয় এজেন্সির(CBI) জালে।গরুপাচার (Cow Smuggling Case) মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ।

তারপর থেকেই তিনি রয়েছেন শ্রীঘরে। অনুব্রতকে আজ ১০ মার্চ পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। বিচারক রাকেশ কুমার মঙ্গলবার মধ্যরাতে অনুব্রতর মামলার শুনানি করেন।

বিচারকের বাড়িতেই শুনানি হয় রাত ১২ টার পর। সেই শুনানি শেষে কেষ্টকে ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আজ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে আরও ১১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল।

আরো খবর: দেশ তী’ব্র স’ঙ্ক’টে থাকলেও কিমের মেয়ের এলাহী জী’ব’ন যাপন! জানলে চ’ম’কে উঠবেন

এই ১১ দিনে দফায় দফায় জেরা করা হবে তাকে। সূত্রে খবর , মেয়ে সুকন্যার সামনে বসিয়ে জেরা করা হবে দুজনকেই। আরও ১২ জন সন্দেহভাজনকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।