সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্ঘ’ট’না’র কারণে একাধিক ট্রেন ঘুরপথে চলছে, দেখে নিন তা’লি’কা

বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিউরে উঠছেন সকলে। এই দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এনজিপি থেকে আলিপুরদুয়ার ট্রেন চলাচলের পথ বন্ধ হয়ে রয়েছে। উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। বেশ কয়েকটি ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেন ডুয়ার্স লাইন দিয়ে ঘুরপথে চালানো হয়েছে।

সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২৩৪৬ ডাউন সরাইঘাট এক্সপ্রেস নিউ কোচবিহার, মাথাভাঙা, তিস্তা কেবিন, রানিনগর জলপাইগুড়ি হয়ে চলবে। ১২৫০৫ ডাউন কামাখ্যা – আনন্দ বিহার স্পেশ্যাল ট্রেন, নিউ কোচবিহার – রানিনগর জলপাইগুড়ি হয়ে যাবে। এছাড়াও ১৫৬২৩ ডাউন গুয়াহাটি – বাড়মের এক্সপ্রেস নিউ কোচবিহার – জলপাইগুড়ি রানিনগর হয়ে এবং ২০৫০২ আপ তেজস রাজধানী এক্সপ্রেস শিলিগুড়ি জংশন – নিউ মাল জংশন – আলিপুরদুয়ার জংশন হয়ে চলাচল করবে।

১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ি জংশন – নিউ মাল জংশন – আলিপুরদুয়ার জংশন – শামুকতলা রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ১৫৯১০ আপ অবধ অসম এক্সপ্রেস ট্রেন ওই একই পথে চলবে। ১২৫০৭ আপ তিরুবনন্তপুরম – শিলচর এক্সপ্রেস রানিনগর জলপাইগুড়ি – মাথাভাঙা – নিউ কোচবিহার হয়ে যাবে এবং ২২৪৫০ আপ নিউ দিল্লি – গুয়াহাটি এক্সপ্রেস রানিনগর জলপাইগুড়ি – মাথাভাঙা – নিউ কোচবিহার হয়ে যাবে।