সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ত’ল’বি সভা’কে কেন্দ্র করে ব্যা’প’ক উ’ত্তে’জ’না যদুপুর-২ গ্রাম পঞ্চায়েত অ’ফি’স চ’ত্ব’রে

তলবি সভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা যদুপুর-২ গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে

মালদা,১৭ ডিসেম্বর : তলবি সভাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল যদুপুর-২ গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে।

যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজ্জাদ আলী পুনরায় বহাল থাকে। ওর বিরুদ্ধে যারা অনাস্থা ডেকেছিল তারা সংখ্যাগরিষ্ঠ দেখাতে পারেনি l

১৩ আসন বিশিষ্ট যদুপুর-২ গ্রাম পঞ্চায়েত। পরপর তিনটি সহায় গরহাজির থাকার কারণে বিজেপির এক সদস্যের পদ খারিজ হয়।

১২ টি আসনের মধ্যে শুক্রবার ব্যালটের মাধ্যমে ভোট হয়। তাতে দুই পক্ষ ৬ টি ভোট পায়। পুনর্বহাল থাকেন আগের প্রধান।
যদুপুর -২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজ্জাদ আলী জানান, বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল বিরোধীরা।

শুক্রবার তলবি সভায় ভোটাভুটিতে দুই পক্ষ ৬ টি করে ভোট পায়। পুনরায় প্রধান পদে বহাল থাকেন তিনি।