সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চ’ড়া বা’জা’র মুরগি’র মাংসে’র! মাংস কি’ন’তে রী’তি’ম’তো গলদ’ঘ’র্ম হতে হ’চ্ছে মধ্য’বিত্ত’কে

চড়া বাজার মুরগির মাংসের! মাংস কিনতে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে মধ্যবিত্তকে

মুরগির মাংসের দাম রীতিমতো আগুন! ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু শহরে মুরগির মাংসের দাম চড়েছে। বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে এমনিতেই সব জিনিসের দাম বাড়ছে। মুরগির মাংসের দাম কেজি প্রতি ২০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এমতাবস্থায় মূল্যবৃদ্ধি জেরে আগুন বাজারে গিয়ে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে মধ্যবিত্তকে। রাজ্যের বেশকিছু বাজারে ২২০ থেকে ২৩০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে মুরগির মাংস।

কিন্তু হঠাৎ কেন মুরগির মাংসের দাম বাড়ছে? রাজ্যের বিভিন্ন শহরের বাজার ঘুরে দেখা যাচ্ছে কেজিপ্রতি মুরগির মাংসের দাম ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এক মাংস ব্যবসায়ী দাবি করছেন সামনেই বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পূজা উপলক্ষে মুরগির মাংস দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তিনি আরো দাবি করছেন যে মুরগির মাংস বিক্রির ক্ষেত্রে বহু হাত বদল হচ্ছে। হাতবদল যত বাড়বে, মাংসের দাম তত বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

মুরগির ব্যবসায়ীরা জানিয়েছেন যে পাইকারি বাজারে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। যে কারণে খুচরা বাজারেও মুরগির দাম বাড়ছে। এদিকে দাম বৃদ্ধির কারণে মুরগির মাংসের দিক থেকে মুখ ফেরাচ্ছেন ক্রেতারা। মাংসের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মাংসের পরিমাণও কমিয়ে দিচ্ছেন ক্রেতারা। আগে যিনি এক কিলো মুরগীর মাংস কিনতেন, দাম বৃদ্ধি পাওয়ার কারণে তিনিই এখন ৯০০ গ্রাম মুরগির মাংস কিনে বাড়ি ফিরছেন।

তবে মুরগির মাংসের অত্যধিক দাম বৃদ্ধির কারণে অনেকেই আবার মাংসের দোকানের ধারপাশ এড়িয়ে চলছেন অনেক ক্রেতা। কবে মুরগির মাংসের দাম কিলো প্রতি ২০০ টাকার নিচে নেমে আসবে? অপেক্ষায় দিন গুনছেন ক্রেতারা।