সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TATA: ১০০ ডিজিটাল শা’খা তৈরির ল’ক্ষ্যে সংস্থা, কাজ পা’বে প্রা’য় ১০ হাজার ছেলে-মেয়ে

সারাদেশে নিজেদের প্রভাব বিস্তার করতে চলেছে টাটা গ্রুপ। সেই উদ্দেশ্যে এবার টাটা গ্রুপের জীবন বীমা কোম্পানি টাটা এআইএ লাইফ ইন্সুরেন্স 100 টি নতুন ডিজিটাল শাখা চালু করলো দেশজুড়ে। বর্তমানে এই সংস্থার আওতায় দেশের 25 টি রাজ্যের 175 টি শহরে 128 টিরও বেশি শাখা রয়েছে। টাটা গ্রুপের এই ইন্স্যুরেন্স কোম্পানি এজেন্সি, ব্রোকিং, ব্যাংক-বীমা, সহায়ক ক্রয় এবং অনলাইন ব্যবসা করে।

নতুন করে এই কোম্পানি দেশের আরও 18 টি শহরে নিজের বিস্তার ঘটিয়েছে। এর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। নতুন 100 টি ডিজিটাল শাখার মধ্যে 60 টিরও বেশি শাখায় কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নভেম্বরের শেষের দিকে বাকি কাজ শেষ হবে।

ডিজিটালভাবেই বীমার প্রচার চালাবে এই শাখা। গ্রাহকেরা ভিডিও কলিংয়ের মাধ্যমে সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারবেন। self-service ডিজিটাল কিয়ক্সের মাধ্যমে তারা এই বীমার সুবিধা নিতে পারবেন। সংশ্লিষ্ট সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নবীন তাহিলানি জানিয়েছেন, বর্তমানে গ্রাহকরা নিজেদের অর্থের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত। তাদের চিন্তা দূর করবে এই ডিজিটাল পরিষেবা।

সংশ্লিষ্ট সংস্থার চিফ এজেন্সি অফিসার অমিত ডেভ জানালেন, 100 টির মধ্যে 70 টি শাখা এমন জায়গায় চালু করা হয়েছে যেখানে এর আগে কোনও শাখা ছিল না। এতে নিঃসন্দেহে সংস্থার প্রসার এবং প্রচার বাড়বে। প্রায় 10 হাজারেরও বেশি যুবক যুবতীর কর্মসংস্থান হবে। বীমা উপদেষ্টা হিসেবে কাজ করবেন তারা।