সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Tata Nexon: কোন গা’ড়ি সবথেকে বে’শি স’স্তা? পেট্রোল না কি ইলেকট্রিক, রইলো তিনটি পয়েন্ট

আপনি যদি এই সময়ে দাঁড়িয়ে একটি গাড়ি কিনতে চান, তাহলে হয়ত একটু বিভ্রান্তির মধ্যেই পরবেন। কারণ কোনটা কিনবেন বৈদ্যুতিক না পেট্রোল চালিত। তবে তার আগে হয়ত ভাবা দরকার , কোন গাড়ি বেশী সস্তা। তার ওপর বিবেচনা করেই গাড়ি কেনা উচিৎ। এখানে চেষ্টা করা হয়েছে টাটার একই মডেলের পেট্রোল ও ইলেকট্রিক গাড়ির মধ্যে তুলনা করা। তাহলে আপনি যদি এই গাড়ি দু টির মধ্যে কনফিউশনে থাকেন তাহলে সহজেই তা দূর হবে। টাটা নেক্সনের পেট্রোল সংস্করণের দাম ৭ লক্ষ ৩০ হাজার টাকা, এদিকে সেই মডেলের ইলেকট্রিক ভার্সনের দাম ১৪ লক্ষ ২৪ হাজার টাকা।

দেখা যদি যায়, তাহলে লক্ষ্য করা যাবে এই দুটি গাড়ির মধ্যে দামের পার্থক্য ৭ লক্ষ টাকার মতো। তাহলে বোঝাই যাচ্ছে পেট্রোল গাড়ি কেনেটাই বুদ্ধিমানের। এদিকে আবার যদি মাইলেজের কথা বলা হয়, তাহলে পেট্রোলের গাড়িটির মাইলেজ ১৫-২০ কিমি । যদি গড়ে ধরা যায় সেটা ১৫ তে গিয়ে থামবে। ইতিমধ্যে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। সেই হিসেবে আপনার ১০৪ টাকা ৬৭ পয়সা এখন কলকাতায় পেট্রোলের দাম, তাহলে ১০০ কিমি যেতে আপনার খরচ হবে ৬৯৭ টাকা ৮০ প্যসা।

আর এবার যদি ইলেকট্রিক গাড়ির কথা বলা যায় তাহলে তার মাইলেজ এক চার্জে ২৫০-৩০০ কিমি। এই গাড়ির মধ্যে রয়েছে 30.2kWh ব্যাটারি, যার ৮০% চার্জ হতে সময় লাগে ৬০ মিনিট। এখন যদি চার্জের খরচ দেখা যায় তাহলে এই ব্যাটারির ফুল চার্জ হতে খরচ হবে ৩০০-৩৫০ টাকার মতো। তাহলে আর হয়তো বলতে হবে না কোন গাড়ির ১০০ কিমি যেতে কম খরচ হবে।

এদিকে রক্ষণাবেক্ষণের কথা যদি বলা হয় তাহলে দেখা যাবে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির ওয়েরেন্টি থাকে ৫ বছর কিন্তু সেই ইলেকট্রিক গাড়ির ওয়ারেন্টি পরিষেবা ৮ বছর। সাধারণ ভাবেই পেট্রোল চালিত গাড়ির থেকে ৬০% এর মত কম ইলেকট্রিক গাড়ির সার্ভিসিং খরচ। তাহলে আপনাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সংস্থা, যে কোন গাড়িতে বেশী সাশ্রয় হবে আপনার?