সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ১০৮ ঘন্টায় ৭৫ কিমি রাস্তা তৈরির টার্গেট! গিনেজ বু’কে না’ম তু’ল’তে চলেছে দেশের এই রাস্তা

সম্প্রতি মহারাষ্ট্রের অমরাবতীর লোনি গ্রাম থেকে আকোলার মানা গ্রাম পর্যন্ত একটি হাইওয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধু কিন্তু এখানে রাস্তা তৈরি করাই মূল উদ্দেশ্য নয়।

এর সাথে আরেকটি উদ্দেশ্য জড়িত রয়েছে, ১০৮ ঘন্টায় ৭৫ কিমি রাস্তা তৈরি করার লক্ষ্য নিয়েছে মহারাষ্ট্র, আর এটাই যে বিশ্বরেকর্ড গড়ে তুলবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

ইতিমধ্যেই এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যাতে সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়। আর সেটার সফলতায় মিলবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড উঠবে নাম।

আরো পড়ুন: WOW, ইলিশ এবার গ্রামগঞ্জের পুকুরেই পাওয়া যাবে! ন’য়া উ’দ্যো’গ নবান্নের

গতকাল শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ যেটা আগামী ৭ ই জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে একটুও সময় নষ্ট না করে সমস্ত কর্মীরা তাদের উদ্দেশ্যে দারুন ভাবে দৃঢ়।

নির্মাণ কাজের জায়গায় নাকি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর এক কমিটি। সমস্ত খুঁটিনাটি বিচার করে তবেই রেকর্ড গড়ার পরিকল্পনা। ১০০০ কর্মীসহ এই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।

বিটুমিনাস কংক্রিট ও তার সাথে নতুন প্রযুক্তি ব্যবহার করে এই রাস্তা তৈরি করা হচ্ছে। অবশ্য এর আগে এমন রেকর্ড গড়েছিল কাতার। সেখানে ১০ দিনের মধ্যে ২৫ কিমি রাস্তা তৈরি করার রেকর্ড গড়েছিল তারা।

তবে এবার মহারাষ্ট্রের লোনি গ্রাম থেকে মানাগ্রাম পর্যন্ত যে রাস্তা তৈরির পরিকল্পনা নিয়েছে নির্মাণ সংস্থা , সেটা পূরণ হলেই সমস্ত রেকর্ড ভেঙে দেবে ভারত। তাই রাতদিন নিয়মিত কাজ করে চলেছে কর্মীরা রেকর্ড গড়ার লক্ষ্যে।