সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’র্গে’ট লোকসভা ভো’ট, ৭ সপ্তাহের বি’শে’ষ প্র’শি’ক্ষ’ণ গেরুয়া শিবিরের, বা’দ যাবেন না কেউই

একুশের বিধানসভা নির্বাচন শেষ। বিজেপির লক্ষ্য এখন ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার তোড়জোড় এখন থেকে শুরু করে দিতে চায় কেন্দ্রীয় শাসক দল। এদিকে আবার সামনে উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। বাংলাতেও পুরসভা ও পঞ্চায়েত ভোট রয়েছে। সবকিছুকে ছাপিয়ে এখন ২০২৪ সালের সাধারণ নির্বাচনের দিকেই প্রধান লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় শাসক দলের। তার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়ার কাজ এখন থেকেই শুরু করা হয়েছে।

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপির শীর্ষনেতাদের নিয়ে আয়োজিত একটি বৈঠকে সাত সপ্তাহ ধরে এই প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছে বিজেপি। এই সাত সপ্তাহ ধরে প্রশিক্ষণ পর্বে কেন্দ্রের তরফ থেকে সাতটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সাতটি বিষয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাত মন্ত্র বলেই গ্রহণ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনে ২০০ এর বেশি আসন লাভের স্বপ্ন থাকলেও বিজেপির সেই স্বপ্ন কার্যত পূরণ হয়নি।

লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ১৮ আসনে জয় পাওয়ায় ১২১ বিধানসভা এলাকায় এগিয়ে ছিল বিজেপি। সেই জায়গায় বর্তমান পরিসংখ্যান অনুসারে বিজেপির ভাগ্যে ৯টি বিধানসভা আসন জুটতে পারে বলে অনুমান করা হচ্ছে। দলের পক্ষে এই সংখ্যাটা যথেষ্টই হতাশা ব্যঞ্জক বলে অনুমান রাজনৈতিক মহলের। রাজ্যের দুই মন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আসনেও পিছিয়ে রয়েছে বিজেপি।

অতএব এখন থেকেই ড্যামেজ কন্ট্রোলে’ নেমে পড়েছে বিজেপি। বিজেপির লক্ষ্য এখন ২০২৪ এর লোকসভা নির্বাচন। সাত সপ্তাহ ধরে প্রত্যেক রবিবার দেড় ঘণ্টার ক্লাসে অংশ নেবেন রাজ্যের সব পদাধিকারী, সব সাংসদ এবং জেলা সভাপতিরা। যে রবিবার যে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, তার ঠিক পরের বুধবার রাজ্যের কোনও এক নেতা জেলা পদাধিকারী, বিধায়ক এবং মণ্ডল সভাপতিদের শেখাবেন। এভাবেই এগিয়ে চলবে কর্মসূচি।