সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরভোটে স’ন্ত্রা’সে’র অভিযোগ, ১২ ঘন্টার বাংলা বনধের ডা’ক দিলো এই রাজনৈতিক দল

গেরুয়া শিবির সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিল। পুরভোটে অশান্তির অভিযোগ তুলে এই বনধের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। সপ্তাহের প্রথম দিনেই বনধের ডাক দেওয়াতে কার্যত চিন্তায় মানুষ।

BJP-এর দাবি, বনধ সফল করতে সকাল থেকেই বিভিন্ন জায়গায় পথে নামবেন তাঁদের নেতা কর্মীরা। অন্যদিকে, এই বনধ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, মানুষ এদিনের বনধ প্রত্যাখ্যান করবেন।

রবিবার বিকেলে রাজ্য BJP-র কেন্দ্রীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন BJP-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। একই সঙ্গে BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ভার্চুয়ালি এদিনের বৈঠকে যোগদান করেন।

আরো পড়ুন: ইউক্রেন-রাশিয়ার সংঘাতেও প্র’তা’র’ণা, মেয়েকে উ’দ্ধা’র করতে গি’য়ে ৩৭ হাজার টা’কা খোয়ালেন মহিলা

এদিন BJP অভিযোগ তোলে ১০৮ পুরসভায় নির্বাচনে দলীয় কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। বহু জায়গায় বুথ দখলের ঘটনা ঘটেছে। পুলিশেও ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই BJP নেতারা। এই ঘটনার প্রতিবাদ জানিয়েই বনধের ডাক বলে জানান তাঁরা। এদিকে বনধ সফল করতে জেলায় জেলায় পথে নাামবেন BJP-র নেতা কর্মীরা।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মতে, BJP-র ডাকা এই বনধ প্রত্যাখ্যান করবেন সাধারণ মানুষ। তিনি বলেন,বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল। কিন্তু, সেখানেও ‘গোহারা হেরেছিল’ BJP। যাঁদের চারটে লোক নেই, প্রার্থী দিতে পারে না, তাঁরা ছুতো খুঁজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাঁদের সঙ্গে মানুষের কোনও যোগ নেই। মানুষ এই বনধ প্রত্যাখ্যান করবেন।