সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টার্গেট ২০৩০: কলকাতাকে দূষণমুক্ত ক’রা’র পরিকল্পনা, কি পদক্ষেপ নি’চ্ছে সরকার?

সম্প্রতি কলকাতা শহরের উদ্বেগজনক ছবি উঠে এসেছে বিভিন্ন সংস্থার সমীক্ষায় দূষণের ভিত্তিতে। এই পরিস্থিতিতে কলকাতা শহরকে দূষণমুক্ত করে তুলতে উদ্যোগী হয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা শহরকে দূষণমুক্ত শহর গড়ে তুলতে হুগলি জেলায় লজিস্টিক হাব তৈরি করা হচ্ছে।

KMC ২০৩০ সালের মধ্যে কলকাতা শহরকে দূষণমুক্ত করে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে। এই লজিস্টিক হাব তৈরি হয়ে গেলে কলকাতায় আর কোনও বড় পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না। যার ফলে শহরে যানজট যেমন কমবে তেমনি শহরও অনেকটা দূষণ মুক্ত হবে।

মন্ত্রী জানিয়েছেন, এই লজিস্টিক হাবে ভিনরাজ্য থেকে আসা বিভিন্ন পণ্যবাহী গাড়ি খালি করা হবে। এরপর সেই সমস্ত পণ্য ছোট গাড়িতে করে কলকাতার বিভিন্ন বাজারে পৌঁছে যাবে। এতে শহরে গাড়ির চাপ কমার ফলে দূষণ এবং যানজট দুই কমবে।

আরো পড়ুন: সিধু এবার জেলের কেরানি! পারিশ্রমিক প্রতিদিন ৯০ টা’কা

ইতিমধ্যেই শহরকে দূষণমুক্ত করে তুলতে বেশ কয়েকটি বাস চালাচ্ছে রাজ্য পরিবহণ দফতর। সেই সংখ্যাটা পরবর্তী সময়ে আরও বাড়ানো হবে। তার জন্য রাজ্যে ইলেকট্রিক বাস তৈরির কারখানাও করা হবে।

এর পাশাপশি লজিস্টিক হাব থেকে যে সমস্ত ছোট গাড়িতে করে পণ্য কলকাতার বাজারে সরবরাহ করা হবে। সেই সমস্ত গাড়িগুলিও ভবিষ্যতে ইলেকট্রিক করার পরিকল্পনা রয়েছে।

তবে, বিভিন্ন কলকাতা শহরের বায়ুদূষণ নিয়ে যে ছবি ধরা পড়েছে তাতে দেশের শহরগুলি মধ্যে প্রথম ৫ এর মধ্যে স্থান রয়েছে কলকাতার। কীভাবে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে চিন্তিত কলকাতার পুর প্রশাসন।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি করেছিল কলকাতা পুরপ্রশাসন। কিন্তু, সমস্ত বিধিনিষেধ আদৌও মানা হচ্ছে না বলে অভিযোগ।