সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বলিউডের ছে’ড়ে OTT-তেই ছ’ক্কা হাঁ’কা’চ্ছে’ন এই তারকারা, বসেছেন টা’কা’র পাহাড়ে

বর্তমানের সিনেমা হলে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে সিনেমা দেখার চেয়ে এখন বেশিরভাগ ক্ষেত্রে ওয়েব সিরিজ গুলো দর্শকদের কাছে বিশেষ প্রাধান্য পেয়েছে। বর্ধমান বলিউড থেকে টলিউড সমস্ত জায়গায় তারকার বড় পর্দার ছেড়ে প্রবেশ করছেন ওটিটি প্লাটফর্মে। কিন্তু জানেন কি যে ওয়েব সিরিজ অভিনয় করার জন্য তারকার কত পারিশ্রমিক হিসেবে পান? এই প্রতিবেদনে আমরা সে বিষয়ে আলোচনা করব। এবার আসুন জেনেনি কোন তারকা কত পারিশ্রমিক পান।

সেইফ আলি খান, ইতিমধ্যেই বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো “রাবণ”,” সিক্রেট গেমস”। সিক্রেট গেমসে তিনি সার্তাজ সিং এর চরিত্রে অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ১৫ কোটি টাকা। এর পরে রয়েছেন মনোজ বাজপেয়ী,” দা ফ্যামিলি ম্যান” ওয়েব সিরিজে অভিনয় করে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছেন। এই ওয়েব সিরিজটি অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ১০ কোটি টাকা।

এরপর রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, যিনি বড় পর্দার সাথে সাথে ও বিভিন্ন ওয়েব সিরিজে সমান জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি “মির্জাপুর” ওয়েব সিরিজটিতে অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। মির্জাপুর ওয়েব সিরিজটি অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ১০ কোটি টাকা। অন্যদিকে সিক্রেট গেমস অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ১২ কোটি টাকা।

আলি ফজল, যিনি “মির্জাপুর” ওয়েব সিরিজটি তো অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিলেন। এই ওয়েব সিরিজটিতে তাকে দেখা গিয়েছিল গুড্ডু ভাই এর চরিত্রে অভিনয় করতে। যিনি প্রতি এপিসোডে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ১২ লক্ষ টাকা।

সামান্থা রুথ প্রভু, যিনি” দা ফ্যামিলি ম্যান” ওয়েব সিরিজটি অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ৪ কোটি টাকা।রাধিকা আপ্তে “সিক্রেট গেমসে” এজেন্ট অঞ্জলি মথুরার চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই ওয়েব সিরিজটি অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ৪ কোটি টাকা।

প্রতীক গান্ধী যিনি “স্ক্যাম ১৯৯২” ওয়েব সিরিজ জিতে অভিনয় করে বিষয়ের সাফল্য লাভ করেছেন এই ওয়েবসিরিজে অভিনয় করার জন্য তিনি প্রত্যেক এপিসোডের জন্য নিতেন পারিশ্রমিক হিসেবে ৫ লক্ষ টাকা করে।