সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্চ মাসে কি কি ক্ষে’ত্রে নি’য়’ম পরিবর্তন হ’চ্ছে দেখে নিন

মার্চ মাসের শুরুতেই একাধিক পরিবর্তন হতে চলেছে। গ্যাস সিলিন্ডারের দামে হেরফের হতে পারে। এছাড়াও ২০২২ সালের মার্চ মাসে আরও কিছু বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে যা সরাসরি আপনাকে প্রভাবিত করবে। এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে নির্ধারণ করা হয়। যেহেতু, গ্যাসের দাম সরাসরি সাধারণ মানুষের রান্নাঘরের সাথে সম্পর্কিত, তাই সকলেই গ্যাসের দামের দিকে নজর রাখেন।

এলপিজি-র দামে সাম্প্রতিক কয়েক মাস ধরে সেভাবে কোনো বড় পরিবর্তন হয়নি। তবে, ১ মার্চ থেকেই এর দাম পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তার ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টের জন্য ক্লোজার চার্জ নেওয়া শুরু করেছে। অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে এই চার্জ দিতে হবে।

এই চার্জে ১৫০ টাকার সাথে GST আলাদাভাবে দিতে হবে গ্রাহকদের। ব্যাঙ্কের এই নতুন নিয়মটি আগামী ৫ মার্চ, ২০২২ থেকে কার্যকরী হবে। এদিকে, পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ হল ২৮ ফেব্রুয়ারি। অর্থাৎ মার্চ মাস থেকেই সরকারের দেওয়া এই ছাড় শেষ হবে।

আরো পড়ুন: রূপের দি’ক দিয়ে ননদ ঐশ্বরিয়াকে দশ গোল দে’বে তার বৌদি, রইলো চো’খ ধাঁ’ধা’নো ছ’বি

ক্রমাগত পেনশন পাওয়া চালিয়ে যাওয়ার জন্য, পেনশনভোগীদের ১ মার্চের আগে, তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়াও, সাধারণত লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ থাকে প্রতি বছরের ৩০ নভেম্বর। তবে সরকারী পেনশনভোগীদের একটি বড় স্বস্তি দিয়ে, এই বছর তারিখটি দু’বার বাড়ানো হয়েছিল।

এদিকে, সময়সীমার আগে লাইফ সার্টিফিকেট জমা না দিলে পেনশন বন্ধ হয়ে যাবে। এমতাবস্থায়, ঘরে বসেও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন পেনশনভোগীরা। এর জন্য অবশ্যই একটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করতে হবে। পাশাপাশি, RBI ডিজিটাল পেমেন্টে বড় পরিবর্তন নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এবার মালিকানাধীন QR কোড ব্যবহারকারীরা এক বা একাধিক ইন্টারঅপারেবল QR কোডে স্থানান্তরিত হবেন। এই স্থানান্তর প্রক্রিয়াটি ৩১ মার্চ, ২০২২ এর মধ্যে সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন: ভারতীয় পড়ুয়াদের ফে’রা’তে চার কেন্দ্রীয় মন্ত্রী যাচ্ছেন ইউক্রেনে, বড়ো সি’দ্ধা’ন্ত মোদি সরকারের

এর সাথে, রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে যে, এখন থেকে কোনো PSO পেমেন্ট লেনদেনের জন্য অন্য কোনো নতুন মালিকানার কোড চালু করতে পারবেনা। এছাড়াও, ব্যাঙ্কের এটিএম-এ নগদ টাকা ভর্তির নিয়ম মার্চে বদলে যেতে চলেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলির ক্ষেত্রে শুধুমাত্র এটিএম-এ নগদ অর্থ পূরণের জন্য লকযোগ্য ক্যাসেট ব্যবহারের বাস্তবায়নের শেষ তারিখ ২০২২ সালের মার্চ পর্যন্ত বাড়িয়েছে।