সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SWIGGY: মহিলা কর্মীদের ঋতুকালীন ছুটি, ব’ড়ো ঘোষণা সংস্থার

প্রতিমাসে ঋতুকালীন দিনগুলিতে মহিলা কর্মীদের কাজে আসতে হয়। তার জন্য আলাদা কোনো ছুটি থাকে না। তাই নানা সমস্যার মুখোমুখি পড়তে হয় তাদের। এবার এক নতুন পদক্ষেপ নিল ফুড ডেলিভারি জায়ান্ট, Swiggy। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রতি মাসে ডেলিভারির দায়িত্বে থাকা মহিলা কর্মীদের তাদের ঋতুকালীন পরিস্থিতিতে দু’দিন করে ‘কোনও প্রশ্ন ছাড়াই’ ছুটি দেওয়া হবে। মূলত মহিলাদের কাজের সুস্থ পরিবেশ দিতে চেয়েছেন তারা। মহিলা কর্মীদের বিশেষ অস্বস্তি থেকে রেহাই দিতে ঋতুকালীন ছুটি চালু করল Swiggy।

Swiggy-র ভাইস প্রেসিডেন্ট হলেন মিহির শাহ। তিনি এই প্রসঙ্গে জানান যে ”ঋতু চলাকালীন পথেঘাটে বেরনোর সময় অস্বাচ্ছন্দ্যবোধের কারণেই বহু মহিলা ডেলিভারির কাজ করতে চান না। ঋতুকালীন চ্যালেঞ্জের মোকাবিলায় তাঁদের পাশে দাঁড়াতে আমরা দু’দিনের সবেতন ছুটি দেওয়ার কথা জানিয়েছি। আমাদের সমস্ত নিয়মিত মহিলা ডেলিভারি পার্টনাররাই এই ছুটি পাবেন।”

Swiggy-র মতো জনপ্রিয় এক সংস্থার এমন সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন অনেকেই। আজকের যুগেও ঋতুস্রাব নিয়ে নানা কুসংস্কার রয়েছে দেশে। এই বিষয়টির সাথে আজও মানুষ নিজেকে মানিয়ে তুলতে পারেনি। সমাজে ঋতুস্রাব নিয়ে এখনও নানা দ্বিধা ও রক্ষণশীলতা রয়েছে।

এই পরিস্থিতিতে মহিলাদের ঋতুস্রাবের মতো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সমাজের আরও বেশি সমর্থন প্রয়োজন। এই ছুটির সিদ্ধান্ত অন্যান্য সংস্থাগুলিকেও উৎসাহ দেবে বলে মনে করা হচ্ছে। এর আগে Swiggy তাদের মহিলা কর্মীদের সময়সীমা বেঁধে দিয়েছিল সন্ধে ৬টা পর্যন্ত। কিন্তু এখন ডিনার স্লটেও মহিলা ডেলিভারি পার্টনারদের পাঠানো হয় খাবার ডেলিভারি করতে। সংস্থার এই নতুন সিদ্ধান্ত যে অন্য সংস্থাগুলিকেও এই ধরণের কাজে থাকা মহিলাদের বিষয়ে ভাবতে উৎসাহ যোগাবে সেই আশা কিন্তু করাই যায়।

এখানেই শেষ নয়, Swiggy তাদের সমস্ত মহিলা কর্মীদের জন্য আরও একটি পদক্ষেপ নিয়েছে। সকলের যাতায়াতের ব্যবস্থা করবে সংস্থাই। সাইকেল হোক অথবা বাইক, প্রয়োজনমতো সব ধরণের পরিবহন ব্যবস্থাই কর্মীদের হাতে তুলে দেবে Swiggy কর্তৃপক্ষ।