সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের প্রবীণতম যোগ সাধক স্বামী শিবানন্দ পা’চ্ছে’ন পদ্মশ্রী সম্মান

কেন্দ্রীয় সরকার সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধেয় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করে। ১২৮ জন পদ্মশ্রী প্রাপকের নাম ঘোষণা করেছে কেন্দ্র। এবছর পদ্ম পুরস্কারের তালিকায় নাম রয়েছে যোগশাস্ত্রের পণ্ডিত, নেতাজির সমসাময়িক স্বামী শিবানন্দের।

দীর্ঘ অধ্যাবসায় ও আত্মত্যাগে ভারতের যোগশাস্ত্রকে বিশেষ মাত্রা দিয়েছেন এই যোগগুরু। নিয়মিত শরীরচর্চা ও অনুশীলনের মধ্যে দিয়ে পেয়েছেন সুস্বাস্থ্য, হয়েছেন দীর্ঘায়ু।

অবশেষে ১২৫ বছর বয়সে এসে মিলল স্বীকৃতি। বিশ্বের ‘প্রবীণতম’ যোগ সাধক স্বামী শিবানন্দকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যোগশাস্ত্রে বিশেষ পাণ্ডিত্যের জন্য স্বামী শিবানন্দজিকে পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে।

তিনি বর্তমানে থাকেন অসিঘাটের কাছে কবীর নগরে। পাসপোর্ট থেকে শুরু করে আধার কার্ড, সবেতেই তাঁর জন্মতারিখ, ৮ আগস্ট, ১৮৯৬। সেই সরকারি নথিকে মান্যতা দিলেন গত বছর আগস্টে ১২৫ পেরিয়েছেন শিবানন্দ বাবা।