সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ্যা’ক’সি’ন না দিয়েও পো’র্টা’লে সার্টিফিকেট আ’প’লো’ড হয়ে গেলো, ব্যা’প’ক গ’ন্ড’গো’ল দুর্গাপুরে

ভ্যাকসিন দেওয়াই হল না অথচ ভ্যাকসিন পাওয়ার সার্টিফিকেট পোর্টালে আপলোড হয়ে গেল !! কি অদ্ভুত ব্যাপার বলুনতো!! এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে গিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়েন শান্তনু মণ্ডল, যিনি দুর্গাপুরের ইস্পাত নগরীর জেসি বোস এলাকার বাসিন্দা । ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।

দ্বিতীয় ডোজের সময় হয়ে যাওয়ায় নির্ধারিত পোর্টালে নাম নথিভুক্ত করে সোমবার সকালে নাচন স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে যান শান্তনু মণ্ডল। ফলে এদিন দীর্ঘ লাইনেও দাঁড়ান তিনি। এরপর হঠাৎ শরীরে অসুস্থতা বোধ হওয়ায় তিনি বাড়ি ফিরে যান। কিন্তু গোল বাঁধে সেদিন সন্ধ্যায়, যখন তিনি মোবাইল ঘাঁটছিলেন। হঠাৎই তিনি দেখেন তাঁর ভ্যাকসিন নেওয়ার দ্বিতীয় ডোজের সার্টিফিকেট আপলোড হয়ে গিয়েছে পোর্টালে। প্রথমে বিশ্বাস না হলেও পরে এই বিষয়টি নিয়ে ভীষণই চিন্তিত হয়ে পড়েন তিনি।

তাই সময় নষ্ট না করেই মঙ্গলবার সকালে তিনি পুনরায় নাচন স্বাস্থ্য কেন্দ্রে যান। স্বাস্থ্যকর্মীদের প্রশ্ন করেন কীভাবে ভ্যাকসিন না নিয়েও তার ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেটটি পোর্টালে আপলোড হয়ে গেল। এমন অদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা খানিকটা হতচকিত হয়ে যান এবং ওই কর্মীকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দিয়ে দেন। এই খবর যাতে কেউ না জানতে পারে এমনও অনুরোধ করেন তারা – এমনটাই দাবি শান্তনু মণ্ডলের।

এখন তাঁর একটাই চিন্তা আদৌ ঠিকঠাক ডোজ পেয়েছেন কিনা। সবটা জানাজানি হতে নিজেদের ভুলের কথা স্বীকার করে নিয়েছেন নাচন স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক মৌসুমী সাহা। তবে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ভ্যাকসিন নিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা গ্রহীতাদের অনেকেরই অভিযোগ লাইনে দাঁড়িয়েও চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে তাদের।