সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’বা’ক করা পর্যটন স্থল, এখানে মহিলাদের অ’ন্ত’র্বা’স খু’লে ঝুলিয়ে দেওয়ার নি’য়’ম! যাবেন নাকি?

1999 সাল থেকে ঘটে আসছে এই ঘটনা। আর এতদিন পর নেট দুনিয়ার দৌলতে তা ব্যাপক ভাইরাল হল। জানা গিয়েছে, 1999 সালে নিউজিল্যান্ডের কার্ড্রোনা ভ্যালি রোডের পাশে ওই তারের বেড়াটির উপর রহস্যজনকভাবে চারটি ‘ব্রা’ দেখতে পাওয়া যায়।

এরপর ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করা মানুষ, দু-একটি করে ‘ব্রা’ ওই বেড়ার উপর রাখতে শুরু করেছিলেন। কিন্তু কিছুদিন পর থেকে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি আচমকা রাতের অন্ধকারে ওই ‘ব্রা’-গুলি কেটে ফেলে দিতে শুরু করলে জায়গাটি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে।

অদ্ভুত ব্যাপার, যতবারই তাঁরা ‘ব্রা’-গুলি কেটে দিত, ততবারই আরও ‘ব্রা’ যোগ করা শুরু হত। এরপর থেকেই Cardrona Bra Fence-টি নারী স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে এবং সংবাদ শিরোনামের ওপরের দিকে জায়গা করে নেয়।

আরো পড়ুন: ২০ হাজারের বেশি শিক্ষক নি’য়ো’গ হ’বে রাজ্যে, পরীক্ষার নি’য়’ম সম্পর্কে জেনে নিন

ওই তারের বেড়াটি রয়েছে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগোর কার্ড্রোনায়। কার্ডোনা এখন নিউজিল্যান্ডের অন্যতম প্রধান পর্যটন স্থল। দুই দশকেরও বেশি সময় ধরে মহিলারা এই বেড়ায় তাঁদের অন্তর্বাস ঝুলিয়ে দেন।

আর এখন দূর-দূরান্ত থেকে মহিলারা আসেন তাদের ‘ব্রা’ ওই তারের বেড়ায় ঝুলিয়ে দিতে। শুধু তাই নয়, মহিলা দের পাশাপাশি বহু পুরুষও ওই তারটি দেখতে এখানে ভিড় জমান এবং ছবি তুলতে আসেন। কিন্তু এমন অদ্ভুত ঘটনা কি আর এমনি এমনি ঘটবে! এর পিছনে রয়েছে একটা দারুণ মজার গল্প।

Breast Cancer-এর জন্য অর্থ সংগ্রহের জন্য, 2015 সালে এই জনপ্রিয় বেড়াটির নাম দেওয়া হয় ‘ব্র্যাড্রোনা’। এখানে একটি দানপাত্রও রাখা হয়েছে। মহিলার এখন ‘ব্রা’ড্রোনায় এসে শুধু নিজেদের ‘ব্রা’ ঝোলানোর পাশাপাশি Breast Cancer-এর তহবিলে অর্থও দান করেন।

এই অনুদান Breast Cancer রোগীদের সুস্থ করে তোলার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও এখানে যে মহিলারা তাঁদের ‘ব্রা’ ঝুলিয়ে দেন, তাঁরা সবসময় তাঁদের পছন্দের জীবনসঙ্গী পান বলে নতুন বিশ্বাসও তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই জায়গাটির বেশ কিছু ছবি। ‘ব্রা’ ‘ঝোলানোর আসল কারণ সোশ্যাল মিডিয়ার তরফে জেনে নেটনাগরিকরা এহেন মহান উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে।