সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Sunflower Oil সরবরাহ ব’ন্ধ ইউক্রেন থেকে, ভো’জ্য তেলের দা’ম হু-হু করে বাড়ছে!

বর্তমানে এখন ইউক্রেন বিধ্বস্ত হয়ে পড়েছে রাশিয়ার ক্রমাগত আক্রমণের জন্য, যার ফলে গোটা বিশ্ব বাণিজ্যের প্রভাব যথেষ্ট তীব্রগতিতে পড়ছে। এই আক্রমণের ফলে ভোজ্যতেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে।

ইতিমধ্যে সানফ্লাওয়ার অয়েল ইউক্রেন থেকে আসা বন্ধ হয়ে গেছে যার ফলে এই তেলের দাম বিশ্ববাজারে ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। একটি বছরে ভারত সানফ্লাওয়ার অয়েল আমদানি করেন ২.৫ মিলিয়ন টন, ভারত বেশিরভাগ তেল আমদানি করে ইউক্রেন থেকে প্রায় ৭০ শতাংশ অন্যান্য ১০ এবং ২০ শতাংশ করেন রাশিয়া এবং আর্জেন্টিনা থেকে।

ইউক্রেন থেকে ভারত সবথেকে বেশি পরিমাণ তেল নেন সেই কারণেই এখন ইউক্রেনের অবস্থা শোচনীয় হওয়ায় বন্ধ রয়েছে সানফ্লাওয়ার অয়েলের আমদানি।

আরো পড়ুন: আ’রো এক ভারতীয় ছাত্রের প্রা’ণ গেলো ইউক্রেনে, জানুন বি’শ’দে

তবে এই রকম কঠিন সময় ইতিমধ্যে ক্রেতারা একটি নতুন বিকল্প খুঁজছেন এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য। ১,৯২৫ ডলার প্রতি লিটার টন হিসেবে পাম তেল ইতিমধ্যেই ভারতে আসতে চলেছে।

ইতিমধ্যে সানফ্লাওয়ার অয়েল সঠিকভাবে আমদানি না হওয়ার জন্য পাম তেলের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। এশিয়াতে ইতিমধ্যেই সয়াবিন তেলের আমদানি যথেষ্ঠ সীমিত এবং অন্যদিকে খুব বেশি সময় লাগে এই তেল এসে পৌঁছাতে সেই কারণে ইতিমধ্যেই পাম তেলের ওপরে নির্ভর।

আরো পড়ুন: এটাই ভারতের শ’ক্তি, ইউক্রেনে পা’ক পড়ুয়াদের জীবন র’ক্ষা করলো তেরঙ্গা

তেলের এরকম দাম বাংলা নিয়ে অনেক আগে থেকেই একটি আশঙ্কা ছিল, যেহেতু যুদ্ধ তৈরি হয়েছে সেই জন্যেই তেলের দাম ইতিমধ্যেই বেড়ে গেছে। সানফ্লাওয়ার অয়েলের দামের সঙ্গে বাড়ছে অন্যান্য ভোজ্যতেলের দাম।