সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সূর্য-লাভা-বজ্রপাত, এই তিনটির মধ্যে কোনটি সবথেকে বে’শি গরম? অনেকেই দেন ভুল উত্তর

আচ্ছা বলুনতো সবচেয়ে উত্তপ্ত জিনিস কোনটি? নিশ্চয়ই বলবেন আগুন। হুম ঠিকই বলেছেন। তবে যদি অপশন দেওয়া হয় সূর্য, বজ্রপাত এবং আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভা তাহলে কি বলবেন! এক্ষেত্রে অধিকাংশই বেছে নেন সূর্য, তবে কারও কারও মতে লাভা।

এ প্রসঙ্গে National Weather Service এর রিপোর্ট থেকে জানা যায় যেহেতু বায়ু বিদ্যুতের সবচেয়ে খারাপ পরিবাহী তাই যতক্ষণ না এটি কোনো দুর্বল পরিবাহীকে আঘাত করছে ততক্ষণ পর্যন্ত বজ্রপাত উত্তপ্ত হয় না।

বজ্রপাত বাতাসের মধ্য দিয়ে যাওয়ার সময় এটির তাপমাত্রা প্রায় ৫০ হাজার ফারেনহাইট হয়। গবেষণায় দেখা গেছে এটি সূর্য পৃষ্ঠের চেয়ে ৫ গুণ বেশি।

আরো খবর: বাচ্চাদের এইসব নামে কোনোদিন ডাকবেন না এই কয়েকটি দেশে! হতে পারে জে’ল!

অন্যদিকে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১০ হাজার ফারেনহাইট। আবার যখন সূর্য পৃষ্ঠে ক্যাম্পায়েরের মতো ক্রিয়া হয় তখন সূর্যের বহির্স্তরটি নীচের স্তরের চেয়ে প্রায় ৩০০ গুণ বেশি গরম হয়ে ওঠে। অর্থাৎ সূর্যের বাইরের স্তরটির তাপমাত্রা ১.৭ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়।

আবার আগ্নেয়গিরির লাভা সম্বন্ধে এই তথ্য পাওয়া যায় যে এটি প্রায় ১০ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়। তবে সূর্যের তাপ আমাদের বেশি উপলব্ধ হয় কারণ বজ্রপাত বা আগ্নেয়গিরি দীর্ঘস্থায়ী নয়।