সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হঠাৎ করেই পদত্যাগ করলেন বিজেপির হেভিওয়েট মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি পদত্যাগ করলেন। তিনি সংখ্যালঘু বিষয়ক দফতর সামলাতেন। মুখতার রাজ্যসভার সদস্য ছিলেন। তার মেয়াদ শেষ হতে চলেছে।

বিজেপি এবার নকভিকে রাজ্যসভায় পাঠায়নি । দল তাকে বড় দায়িত্ব দিতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার মোদী সরকারের দুই মন্ত্রীর রাজ্যসভার সদস্যেপদের  মেয়াদ শেষ হচ্ছে।

মুখতার আব্বাস নকভি ছাড়াও জেডিইউ কোটা থেকে আরসিপি সিংয়ের নাম রয়েছে। এই দুই নেতাই ৬ জুলাইয়ের পর কোনো হাউসের সদস্য থাকবেন না। নকভি ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত উত্তরপ্রদেশ  থেকে রাজ্যসভার সদস্য ছিলেন।

২০১৬ সালে, তাকে ঝাড়খণ্ড থেকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল। নকভি ১৯৯৮ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ী হন এবং অটল বিহারী বাজপেয়ী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী হন। এর পরে তিনি ২৬ মে ২০১৪ তে মোদী সরকারের সংখ্যালঘু বিষয়ক ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হন।

১২ জুলাই ২০১৬-এ নাজমা হেপতুল্লার পদত্যাগের পর, তিনি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের স্বাধীন দায়িত্ব পান। ৩০ মে ২০১৯-এ, তিনি দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় যোগ দেন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ফের দায়িত্ব পান। মনে করা হচ্ছে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে।