সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা হওয়ার পর শ’রী’রে স্ট্রেচমার্ক? রইলো দাগ দূ’র করার ঘ’রো’য়া টো’ট’কা

প্রত্যেক নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশেষ মুহূর্ত হল মা হওয়া। ‘মা’ হওয়া প্রত্যেক নারীর কাছেই গর্বের বিষয়। গর্ভাবস্থায় এক নারীর জীবনে আমূল পরিবর্তন হয়। কথায় বলে ‘মা’ হওয়া নাকি সহজ কথা নয়, তার জন্য সইতে হয় অনেক কষ্ট।

মাতৃত্বই একটি নারীর সৌন্দর্যকে অনেকটা মলীন করে। এইসময় ওজন বেড়ে যায়, কোমরে, পেটে স্ট্রেচমার্ক দেখতে পাওয়া যায়। আর এই স্ট্রেচমার্ক কেন হয় জানেন নিশ্চয়ই! গর্ভাবস্থায় নারীদের ওজন বেড়ে যাওয়ার ফলেই স্ট্রেচমার্ক হয়।

তবে এই দাগ থেকে মুক্তি পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। নানান ক্রিম, অয়েল মাখার পর পুরোপুরিভাবে এই দাগ থেকে রেহাই পাওয়া যায় না। তবে, আজকের প্রতি বেদনে থাকতে চলেছে বিশেষ কিছু ঘরোয়া টিপস। এগুলির ব্যবহারে শরীর থেকে এই স্ট্রেচমার্ক দূর হবে।

আরো পড়ুন: টিকটিকি আপনার জীবনে শুভ-অশুভ বা’র্তা ব’য়ে আনতে পা’রে! জেনে নিন কিভাবে

১.নারকেল তেল

স্ট্রেচমার্ক দূর করতে নারকেল তেলের জুরি মেলা ভার। আমরা জানি যে নারকেল তেল যে কোনো ধরণের স্কিনের সমস্যা খুব সহজেই সাড়াতে সাহায্য করে। তাই ভারজিন কোকোনাট অয়েল প্রতিদিন স্ট্রেচমার্ক এর উপর লাগিয়ে দেখুন অল্প দিনেই চমক দেখতে পাবেন।

২. অ্যালোভেরা

যেহেতু অ্যালোভেরা ত্বকের জন্য একটি অত্যন্ত উপকারী উপাদান তাই এটি প্রতিদিন দাগের জায়গায় লাগালে দাগ হালকা হবে। তবে বাজারের অ্যালোভেরা জেল নয়, বাড়িতে অ্যালোভেরা গাছের পাতার জেলই ব্যবহার করতে হবে।

৩. চিনি

রান্নার কাজে চিনি একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এই চিনি দিয়েই বানিয়ে ফেলা যাবে একটি দুর্দান্ত স্ক্রাব। প্রথমে এক কাপ চিনির মধ্যে এক কাপের চার ভাগের একভাগ নারকেল তেল মিশিয়ে নিতে হবে।

আরো পড়ুন: বিভিন্ন ট্রেনে চু’রি করেই কোটিপতি, এক ঝ’ট’কা’য় ভিখারি সেই চো’র!

এরপর ওতে একটু পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে এটিকে দাগের জায়গায় হালকা হাতে ঘষতে হবে। সপ্তাহে কয়েকদিন ব্যবহার করলেই স্ট্রেচমার্ক অনেক হালকা হবে।

৪. ভিটামিন এ

প্রতিদিন ভিটামিন এ যুক্ত খাবার যেমন দুধ, ডিম, গাজর, মাছের তেল এগুলি খেলে মহিলাদের এই স্ট্রেচমার্ক দূর হবে। এছাড়া ভিটামিন এ-র নির্যাস দাগের উপর লাগালে স্ট্রেচমার্ক অনেকহালকা হয়।