সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভোট লু’ট হলে রাজ্যজুড়ে প্রতিক্রিয়া, আমাদের কর্মীরা প্র’স্তু’ত: শুভেন্দু

দুয়ারে এখন কলকাতা পৌর নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলি এখন প্রচার চালানোর উদ্দেশ্যে জোর প্রস্তুতি নিয়েছে। এরই মাঝে হাইকোর্টে তরফ থেকে পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিপক্ষে মত দেওয়া হয়েছে। আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ করে দিয়ে হাইকোর্টের বেঞ্চ জানিয়েছিল যে চারজন বিজেপি প্রার্থী অভিযোগ জানিয়েছেন যে তাদের প্রার্থীপদ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে, তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে। এর জন্য একজন করে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হবে।

রাজ্যের এডভোকেট জেনারেল এবং নির্বাচন কমিশনের বক্তব্যের উপর নির্ভর করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে না রাজ্যে। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য, সেনা, আধাসামরিক বাহিনী, সিভিল ভলেন্টিয়ার, যাই নামানো হোক না কেন অবাধ নির্বাচন করানোর দায়িত্ব এখন তৃণমূলের। তবে তৃণমূল এই দায়িত্ব পালন করবে কিনা সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে শুভেন্দু অধিকারীর মনে।

তিনি আরো জানিয়েছেন বিজেপির তরফ থেকেও কর্মীরা প্রস্তুত রয়েছেন। ভোট লুট হোক বা কেউ আক্রান্ত হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। কলকাতা পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল বিজেপি। তবে মামলাটি কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়।