সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডি’ভো’র্স দিলেই স’ম্প’ত্তি হাতছাড়া হবে! বি’চ্ছে’দ আ’ট’কা’তে স্ত্রীকে কিডন্যাপ স্বামীর

দাম্পত্য কলহের জেরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল স্বামী স্ত্রীর মধ্যে। এরই মাঝে স্ত্রীকে অপহরণ করে রিহ্যাবে রেখে এলেন স্বামী। দমদম ক্যান্টনমেন্টের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবকের বিরুদ্ধে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ওই মহিলার নাম সুজাতা মিত্র।

দমদম ক্যান্টনমেন্টের বরফ গলির বাসিন্দা সুজাতা। তাকে সন্তান স্নেহে বড় করে তুলেছিলেন এক দম্পতি। ১৭ বছর আগে ওই এলাকার বাসিন্দা ইন্দ্র শর্মার সঙ্গে সুজাতার বিয়ে হয়। বিয়ের দশ বছরের মধ্যে তাদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে।

দাম্পত্য কলহ চরম আকার নিলে ডিভোর্সের মামলা করেন সুজাতা। যে দম্পতির কাছে সুজাতা মানুষ হয়েছিলেন তারা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি সুজাতা দেবীকে দিয়েছেন। এই সম্পত্তির উপর নজর ছিল ইন্দ্রর।

আরো পড়ুন: বি’রা’ট রায় সুপ্রিম কোর্টের, একাধিক রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু স্বী’কৃ’তি পেতে চলেছে

তিনি এর আগে বিভিন্ন জিনিস হাতিয়ে নিয়েছিলেন স্ত্রীর কাছ থেকে। তার নজর ছিল একটি জমির উপর। সেই জমি হাতিয়ে নেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন।

সুজাতা তাতে রাজি না হলে অশান্তি চরম আকার নেয়। এই সময় তাকে একটি রিহাবে রেখে আসা হয়। সুজাতার দাদা জানিয়েছেন তার বোন সম্পূর্ণ সুস্থ। বিষয়টি রিহ্যাবকে জানানো হলেও তারা সহযোগিতা করছে না। এই ঘটনার পর বেপাত্তা হয়েছে ইন্দ্র।