সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

DA নিয়ে ধর্মঘটে ক’ড়া অবস্থান রাজ্যের, গরহাজির হলেই ক’ঠো’র পদক্ষেপ, জা’রি নির্দেশিকা

তথ্য ও ছবি: সংবাদ প্রতিদিন

আগামী ১০ই মার্চ বকেয়া ডিএ-র দাবিতে আবারও রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ৩৬টি সরকারি কর্মচারি সংগঠনের যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চর ডাকা এই কর্ম বিরতিকে চ্যালেঞ্জ জানিয়ে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। শাসক দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আগামীকাল অফিসে না এসে কর্মবিরতিতে অংশগ্রহণ করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, শো-কজ করাও হতে পারে। এমনকি নেওয়া যাবে না হাফ ছুটিও।

কিন্তু অসুস্থতার কারণে,বাড়িতে কেউ মারা গেলে যদি কেউ তার কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে না পারে, সেক্ষেত্রে উপযুক্ত কাগজপত্র দেখালে ছুটি মঞ্জুর করা হবে। প্রসঙ্গত,গত ১৫ই ফেব্রুয়ারি,বুধবার,রাজ্য বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বিভিন্ন খাতে সরকারের আয় ও ব্যয়ের হিসাব,বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে উপকৃত মানুষের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।শহিদ মিনারে বকেয়া ডিএ-এর দাবিতে বিগত বেশকিছু দিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা।

আরো খবর: এই তিনটি জিনিস টা’কা’র থেকেও অনেক অনেক বে’শি দা’মি!

বকেয়া ডিএ’র দাবিতে গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ (চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন)। ২৮ ফেব্রুয়রি দুই ঘণ্টার কর্মবিরতিও পালন করেছিলেন সরকারি কর্মচারীরা।

সরকারি কর্মীদের বক্তব্য অনুসারে, বকেয়া ডিএর পরিমাণ ৩৯ শতাংশ। বৃদ্ধি হয়েছে মাত্র ৩ শতাংশ। যতদিন না DA বাড়ানো হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনে অংশগ্রহণকারীরা।