সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই তিনটি জিনিস টা’কা’র থেকেও অনেক অনেক বে’শি দা’মি!

ভারতের অন্যতম প্রাচীন গ্রন্থ হল কৌটিল্যের অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র থেকে বহু জ্ঞান আহরণ করা যায়। শুধুমাত্র অর্থনীতি নয় বরং সমাজ বিজ্ঞান কূটনীতি ইতিহাস সহ আরো নানান বিষয় লিপিবদ্ধ রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রে। এই কৌটিল্য অর্থাৎ চাণক্যের এমন কিছু বাণী রয়েছে যা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটায়।

চাণক্য জানিয়েছিলেন মানুষের জীবনে টাকার চেয়ে দামি রয়েছে তিনটি জিনিস যেগুলি কখনো কিনতে পাওয়া যায় না অথচ এই জিনিস না থাকলে টাকা থেকেও কোন দাম নেই। এই তিনটি জিনিসের একেবারেই প্রথমে রয়েছে আত্মসম্মান। নিজের সম্মান যার নেই তিনি সব জায়গায় বিক্রীত।

আত্মসম্মান একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং চারিত্রিক বৈশিষ্ট্য নির্মাণ করে টাকা হারালে সেই টাকা উপার্জন করা যায় কিন্তু একবার যদি সম্মান হারান কেউ তবে তা কখনোই উপার্জন করা যায় না। সুতরাং মানুষের দৈনন্দিন জীবনে আত্মসম্মান থাকাটা অত্যন্ত জরুরি। এরপরেই চাণক্য বলেন ধর্মের কথা। ধর্ম যা ধারণ করে।

আরো খবর: বাজারে মাছ বি’ক্রি করছেন কি কেষ্ট? সেই ভাইরাল ছবির আসল গ’ল্প কি?

যে ব্যক্তি অর্থ উপার্জনের তাগিদে নিজ ধর্ম পরিত্যাগ করে তার মান সম্মান সব কিছু লুন্ঠিত হয় ধর্ম মানেই ঈশ্বরের সাধনা করা নয় কিংবা ঈশ্বর বিশ্বাস করা নয়, ধর্ম মানে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান। যার নিরিখে আবদ্ধিত হয় একজন মানুষের প্রতিদিনের জীবন।

তাই অর্থের তুলনায় ধর্ম অনেক বেশি মূল্যবান বলে দাবি চাণক্যের। এরপরে চাণক্য আসেন সম্পর্কের কথায় তিনি বলেন প্রেম-ভালোবাসা সম্পর্ক মূল্যবোধ মানুষের জীবনের সবচেয়ে জরুরী ভালোবাসা হারালে তা কখনোই ফিরে পাওয়া যায় না টাকা হারালে তা পাওয়া যায়।