সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে যে সব প্রশ্নের মুখোমুখি হ’তে হচ্ছে! রইলো তা’লি’কা

রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীকে বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের নিজাম প্যালেসে হাজিরা দিতে হয়েছে। তাঁর মেয়ের নিয়োগের ক্ষেত্রেই উঠেছে দুর্নীতির অভিযোগ। অঙ্কিতা অধিকারীর নাম কীভাবে পৌঁছে গেল মেধাতালিকার শীর্ষে, তা নিয়ে মামলা হতেই সামনে আসে মন্ত্রী পরেশ অধিকারীর নাম।

মন্ত্রী হিসেবে প্রভাব খাটিয়েই এমনটা করা হয়েছে কি না, সেটাই জানতে চান তদন্তকারীরা। সেই উদ্দেশে, শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

প্রথম দফার পর শুক্রবার শুরু হয়েছে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। এ দিন সকালেই ফাইল হাতে নিজাম প্যালেসে পৌঁছেছেন তিনি। মনে করা হচ্ছে, এ দিন কোনও বিশেষ নথি তিনি পেশ করবেন আধিকারিকদের সামনে।

আরো পড়ুন: কৃষ্ণ জন্মভূমিতে নি’র্মি’ত মসজিদ স’রি’য়ে মন্দির তৈরির দা’বী, আদালতে মা’ম’লা গ্রহণ হলো

সূত্রের খবর, প্রথম দিন যে সব প্রশ্ন করা হয়েছিল, তার উত্তরে সন্তুষ্ট নয় বলেই ফের সিবিআই তলব করেছে পরেশ অধিকারীকে।

সম্ভাব্য প্রশ্নের তালিকা:-

১. আপনি মন্ত্রী হিসেবে নিশ্চই জানেন শিক্ষক নিয়োগের পদ্ধতিটা। পদ্ধতিটা কী জানান।
২. তালিকায় পিছনে থাকা সত্ত্বেও আপনার মেয়ের চাকরি হল কীভাবে?
৩. তালিকায় নাম এগোল কী করে?
৪. মেয়ের চাকরির ব্যাপারে তৎকালীন শিক্ষামন্ত্রীকে কিছু বলেছিলেন? অন্য কাউকে বলেছিলেন?
৫. মেয়ের চাকরির জন্য কাকে অনুরোধ করেছিলেন? লিখিতভাবে সুপারিশ করেছিলেন নাকি ফোনে কথা বলেছিলেন নাকি দেখা করে সুপারিশি করা হয়?

আরো পড়ুন: আজ কি বলছে আবহাওয়া দ’প্ত’র? কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা কতটা?

৬. কোন অফিসার আপনার মেয়ের চাকরির দায়িত্ব সামলেছেন বলতে পারবেন?
৭. শিক্ষক নিয়োগে দুর্নীতির ব্যাপারে কিছু জানেন?
৮. আপনার মেয়ে ছাড়া অন্য কারও চাকরির জন্য কোথাও অনুরোধ করেছিলেন?
৯. শিক্ষক নিয়োগে উপদেষ্টা কমিটির ভূমিকা কী?
১০. মেয়ের চাকরির জন্য কি কাউকে টাকা দিতে হয়েছিল?