সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শে’ষ হচ্ছে “রান্নাঘর”, পথ চলা শে’ষ হলো সুদীপার, কা’ন্না থা’মা’তে যা করলো চ্যানেল

টানা ১৭ বছরের যাত্রা, এবার সেটা শেষের পথে। এতেই বোঝা যায় যুগের অবসান ঘটে। দৈনিক বিকেল হলেই মানুষ বসে যায় টিভির সামনে এটা দেখার জন্য, কিন্তু এখন থেকে আর দেখা যাবে না তাকে ও তার টিভির জনপ্রিয় শোকে। এখানে কিসের কথা হচ্ছে বুঝতে পারছেন কি? আসলে জি বাংলার জনপ্রিয় শো রান্নাঘর যেটার হোস্ট ছিল সুদীপা, দৈনিক বিকেল হলেই দেখা যেত নিত্যনতুন সব খাবার নিয়ে হাজির হতেন টিভির পর্দায়।

কিন্তু ৩১ ডিসেম্বরের পর থেকে তাকে আর দেখা যাবে না। কারণ ৩১ ডিসেম্বরেই শেষবারের মতো সম্প্রচার হবে এই শো। এত বছরের অভ্যাস এবার ত্যাগ করতে হবে, যেটা ভেবেই কেদে ভাসালেন সুদীপা। তার শেষ শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সুদীপা তার এই অভিজ্ঞতা নিয়ে তার আবেগ নিয়ে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শেষ হয়ে যাচ্ছে বলে কোনো অভিযোগ নেই, কিন্তু ছোট্ট একটি ঘর থেকে শুরু করেছিলাম, আজ সেটা কোথায় দাঁড়িয়ে আপনারাই দেখছেন।

কষ্ট হওয়াটা স্বাভাবিক। শেষ দিন হাসিমুখে বিদায় জানাই সবাইকে, আমার জন্য যা করা হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। শেষ এপিসোডে আমি যাতে না কাদি, তার জন্য কাঞ্চন দা কে অতিথি হিসেবে ডাকা হয়েছিল। যাতে মজায় মজায় পর্বটা শেষ হয়।

আরো খবর: আজ রবিবার, ছুটির দিন কেমন কা’ট’বে জেনে নিন, দেখুন রাশিফল (18.12.2022)

আমাকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়েছে এখানেই শেষ নয়, সাথে পাত পেড়ে ১৮০ জনকে খাওয়ানো হয়েছে। পোলাও, চিংড়ির মালাইকারি, মাটন, চাটনি খাওয়ানো হয়েছে সবাইকে। বিদায় বেলায় সবার মন খারাপ হয়, আমারও হয়েছিল কিন্তু আমার কোনো অভিযোগ নেই।