সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্রীনগর-লেহ হাইওয়েতে গাড়ি দু’র্ঘ’ট’না! মৃ’ত্যু দুই বাঙালি পর্যটকের

দু’জন পূর্ব বর্ধমানের বাসিন্দা বৃহস্পতিবার সাইট সিন-এ বেরিয়েছিলেন। স্থানীয় দুটি বড় গাড়িতে (ট্রাভেলার) ছিলেন পর্যটকরা। সোনমার্গ থেকে ফেরার পথে শ্রীনগর-লেহ হাইওয়েতে গন্দারবাল জেলার কুরয়ান এলাকায় পর্যটকদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির সকল যাত্রীই আহত হয়।

স্থানীয় বাসিন্দা, পুলিশ, আর্মি সকলে মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের মধ্যে কয়েক জনের অবস্থা স্থিতিশীল।

পরিবারের সদস্যরা বলছেন, আনন্দ করতে গিয়েছিলেন সকলে। কিন্তু তার পরিণতি যে এমন হবে, তা ভাবতে পারিনি। বিশেষ করে ভ্রমণ শেষের দিকে চলে এসেছিল। আর কয়েক দিনের মধ্যেই তাঁদের ফিরে আসার কথা ছিল।

আরো পড়ুন: রায়গঞ্জে শিক্ষিকাকে কা’জে যোগদানে বাধা, ১৩ মাস বেতন ব’ন্ধ, টাকা মেটাবেন হেড মাস্টার

এমন দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকায়। মৃত দু’জন পূর্ব বর্ধমানের বাসিন্দা। আহতরা সকলেই বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের। আজ মৃত দুই পর্যটকের দেহ বিমানে রাজ্যে আনা হবে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের ২ পর্যটকের। আহত হয়েছেন ২৪ জন।

মৃতরা হলেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোড়কোণা গ্রামের মালতি কুণ্ডু (৫৭) ও গলসি থানার ইরকোনা গ্রামের স্মৃতিকা হাজরা (৫৫)। শুক্রবার বিমানে মৃতদেহ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার মৃতদেহ বাড়িতে আসতে পারে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনায় শোকের পরিবেশ খন্ডঘোষের তোড়কোণা ও গলসির ইরকোনা গ্রামে।