সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার তীর্থযাত্রীদের জন্য বি’শে’ষ ট্রেন, কম টা’কা’য় দক্ষিণ ভারত ভ্রমণের সু’যো’গ ভারতীয় রেলের

নিতান্তই কম খরচে যারা দক্ষিণ ভারতের ঘুরতে যেতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের তার থেকে সম্প্রতি তীর্থযাত্রীদের উদ্দেশ্যে একটি বিশেষ প্যাকেজ বানানোর কথা ঘোষণা করা হলো। জানানো হয়েছে দু’রকমের খরচে তীর্থযাত্রীদের জন্য এই প্যাকেজ বানানো হবে।

সাধারণ শ্রেণীতে দৈনিক মাথাপিছু খরচ হবে 900 টাকা। বিশেষ সুবিধা নিলে মাথাপিছু 1500 টাকা খরচ হবে। আগামী বছরের জানুয়ারি মাসে দক্ষিণ ভারত ভ্রমণের সুযোগ দিচ্ছে আইআরসিটিসি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে বাংলার যাত্রীদের কথা ভেবে আপাতত ভ্রমনসূচী বানানো হয়েছে।

কোন কোন স্টেশন থেকে যাত্রীদের ট্রেনে তোলা হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 16 ই জানুয়ারি থেকে ট্রেনে চেপে 11 দিনের এই ভ্রমণ শুরু হচ্ছে। বাংলার পাকুর, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা এবং খড়্গপুর স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। তাদের নিয়ে যাওয়া হবে দক্ষিণ ভারতের তিরুপতি, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী এবং পুরীতে।

প্রতিটি জায়গাতে ধর্মশালায় রাত কাটানোর জন্য 10 হাজার 395 টাকা খরচ হবে। যারা হোটেলে থাকতে চাইবেন তাদের খরচ হবে 17,325 টাকা। পর্যটন শিল্পে গতি আনতে এই নতুন ব্যবস্থা চালু করেছে আইআরসিটিসি। এতে যেমন পর্যটন শিল্পের উন্নতি হবে তেমনি বহু মানুষের কর্মসংস্থান হবে। ভবিষ্যতেও এমন অনেক প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট সংস্থার।