সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’শে’ষ খবর: আজ থেকে আগামী ৩ দিন ব’ন্ধ দীঘা-মন্দারমনি-বকখলি, জানুন কারণ

করোনা পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে পর্যটন ব্যবসা তার পুরনো ছন্দে ফিরছে। দীঘা, মন্দারমনি সমুদ্র সৈকতগুলি পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হয়েছে। কিন্তু বিধি বাম। সাইক্লোন গুলাবের কারণে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যে কারণে সমুদ্র সৈকত গুলি পর্যটকদের জন্য ফের বন্ধ করে দেওয়া হয়েছে। দিঘা, মন্দারমণি, বকখালিতে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত সমস্ত হোটেলের বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইক্লোনের প্রভাবে সমুদ্র এই মুহূর্তে উত্তাল। প্রাণহানির আশঙ্কা এড়াতেই কার্যত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহান্তে দীঘায় পর্যটকদের ভিড় বাড়ছিল। এমতাবস্থায় দীঘায় ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা এড়াতে পর্যটকদের জন্য সমুদ্র সৈকতের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

রবিবার সন্ধ্যাতেই অন্ধপ্রদেশের সান্থাগুড়ায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় গুলাব। প্রায় দেড় ঘণ্টা ধরে ঝোড়ো হওয়ার পাশাপাশি বৃষ্টিপাত চলেছে। উড়িষ্যা এবং অন্ধপ্রদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তায় জানানো হয়েছিল। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীকাকুলামে দুই মৎস্যজীবীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দীঘা এবং মন্দারমনি সমুদ্র সৈকতের মাইকিং করে সতর্ক করার কাজ করছে প্রশাসন। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুর সমস্ত হোটেলের বুকিং আগামী বুধবার পর্যন্ত বন্ধ। সমুদ্র সৈকতের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।