সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমাদের দেশে এই কয়েকটি প্রজাতির কুকুর পো’ষা অ’প’রা’ধ!

আমরা যখন বাড়িতে কোনো পোষ্য নিয়ে আসি, তখন কিন্তু আমরা তার ব্যাকগ্রাউন্ড অত যাচাই করি না। মন যেটা চায় সেটাই করি। কিন্তু ভেবে দেখিনা যে এই পোষ্য কি ভারতে পালা উচিৎ না উচিৎ না। তাছাড়া বিভিন্ন পোষ্য এমন রয়েছে যারা কিনা ভারতের আবহাওয়ায় বেচে থাকতে পারে না সেইসবও অনেক সময় না জেনেই আমরা কিনে ফেলি।

ইতিমধ্যেই পশু পাখি চোরা পথে পাচার হয়ে থাকে। তাই সরকারের তরফ থেকে একেবারে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। যদি পোষ্য র কথা বলা হয়ে থাকে ভারতে তাহলে কুকুর সব থেকে বেশি পালন করা হয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন ভারতে ৭ জাতের কুকুর পোষা একেবারে অপরাধ, কারণ তাদের হিংস্র ব্যবহারের জন্য।

ইতিমধ্যেই ভারতে এই জাতের কুকুর গুলো পোষা আইনত নিষিদ্ধ। যদি এমন কুকুর দেখতে পান তাহলে ততক্ষণাত সতর্ক হয়ে যান। সবার প্রথমে যে কুকুরের নাম উঠে আসে তার নাম আমেরিকান বুলডগ, এটি সাধারণত খামার দেখাশোনার জন্য রাখা হয়। এরপরে যার নাম আসে সে হল পিটবুল, এর বৈশিষ্ট্য হল শক্তি, উদ্দীপনা ও আত্মবিশ্বাস।

আরো পড়ুন: কি করে এ’লো চাঁদ? কত ঘন্টায় জ’ন্ম হয়েছিল পৃথিবীর উপগ্রহের?

এরপরেই উলফ ডগ, যেটা কিনা নেকড়ের ক্রস ব্রিড। এই কুকুরের মেজাজ মারাত্মক। কারণ স্বভাব অনেকটা নেকড়ের মতোই। ডোগো আর্জেনটিনা, পুলিশের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। সবথেকে ভয়ংকর কুকুর যেটি তার নাম ফিলা ব্রাসিলিরোকে। এটি পোষা আইনত নিষিদ্ধ নরওয়ে তুরস্ক, ও যুক্ত্রাজ্য সহ আরও বিভিন্ন দেশে। কারণ এটি সবথেকে ভয়ানক ও বিপজ্জনক কুকুর।