সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তানকে রুখতে গিয়ে নি’খোঁ’জ, ৩৮ বছর পর সিয়াচেনের গ্লেসিয়ার থেকে জওয়ানের দেহ মি’ল’লো

পাকিস্তানকে এই রেখার অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা ল্যান্সনায়েক চন্দ্রশেখর। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে সিয়াচেনে যুদ্ধ চলাকালীন তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ৩৮ বছর পর তার দেহাবশেষ উদ্ধার করা হলো। রবিবার তার পরিবারকে এই খবর দেওয়া হয়।

তার ৬৩ বছর বয়সী স্ত্রীকে ভারতীয় সেনার উনিশ কুমায়ুন রেজিমেন্টের আধিকারিকেরা এই খবর দেন। যখন তাকে জানানো হয় শনিবার সিয়াচেন হিমবাহের একটি পুরনো বাঙ্কারে তার স্বামীর দেহাবশেষ পাওয়া গিয়েছে তিনি হতবাক হয়ে যান। ৩৮ বছর পর সমস্ত পুরনো ক্ষত তারা আবার তাজা হয়ে উঠেছে।

১৯৭১ সালে কুমায়ুন রেজিমেন্টে যোগ দিয়েছিলেন চন্দ্রশেখর। পাকিস্তান যাতে গুরুত্বপূর্ণ এলাকা দখল না করে নিতে পারে তার জন্য অপারেশন মেঘদূত চালানো হচ্ছিল। প্রবল প্রতিকূল পরিবেশে চন্দ্রশেখর অভিযানে গিয়েছিলেন। সেসময় তাকে তুষার ঝড়ের কবলে পড়ে যেতে হয়। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।

আরো পড়ুন: “তোমরা কি ছাগল না পাগল?”, ধর্মযুদ্ধ ব’য়’ক”টের ডাক দিতেই ক্ষু’দ্ধ রাজ চক্রবর্তী

তার স্ত্রী জানাচ্ছেন বিয়ের 9 বছর পর তার স্বামী নিখোঁজ হয়ে যান। সেই সময় তার দুটো ছোট মেয়ে ছিল। একজনের বয়স ছিল চার বছর ও অন্য জনের বয়স ছিল দেড় বছর। এখন এস চন্দ্রশেখরের স্ত্রী শান্তি দেবী তার বড় মেয়ে কবিতার সঙ্গে থাকেন।

তিনি আর কখনো বিয়ে করেননি। স্বামীর শোক বুকে নিয়ে সন্তানদের মানুষ করে গিয়েছেন। এত বছর বাদে দেশের হিরো চন্দ্রশেখরের দেহাবশেষ উদ্ধার হয়েছে শুনে তার গ্রামের মানুষেরা সকলেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন।