সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’তো দাম? বিশ্বের সবথেকে ব’ড়ো গোলাপি হীরের মূ’ল্য শুনলে চ’ম’কে উঠবেন

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি গোলাপী হীরের ছবি নিয়ে তোলপাড় চলছে। নেটিজেনরা বলছেন এত বড় গোলাপি হীরে তারা কখনো চোখে দেখেননি। আসলে আসলে বিগত ৩০০ বছরের মধ্যে ১৭০ ক্যারেটের এই গোলাপি হীরে পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। অতি বিরল এই গোলাপি হীরে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে।

যা দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের‌। এই হীরের নাম লেখা হয়েছে লুলো রোজ। আসলে যে জায়গা থেকে হীরাটি পাওয়া গিয়েছে তার নাম লুলো। আর রোজ নামটা রাখা হয়েছে তার গোলাপি আভার জন্য।

আফ্রিকার অ্যাঙ্গোলার উত্তর-পূর্ব অংশে এত বড় হীরে পাওয়া গিয়েছে। হীরে উত্তোলনের সময় এই গোলাপি হীরে উদ্ধার করে অস্ট্রেলিয়ার একটি সংস্থা।

আরো পড়ুন: রবিবার ২২ গজে ভারত-পাকিস্তান যু’দ্ধ, উ’ত্তে’জ’না তু’ঙ্গে

অ্যঙ্গোলা সরকার তাদের দেশে এই ফিরে পাওয়ার জন্য অত্যন্ত গর্বিত বলে জানিয়েছে তো সব মিডিয়ায়। এত বড় একটি গোলাপী হীরে দেখে নেটিজেনরাও অবাক হয়ে যাচ্ছেন। দেখুন সেই ভাইরাল ছবি এই প্রতিবেদন থেকে।