সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রোগা-মোটা না সুঠাম চে’হা’রা? বি’য়ে’র জন্য কেমন পাত্র প’ছ’ন্দ ভারতীয় মেয়েদের?

মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বিয়ে। বেশিরভাগ মানুষ বিয়ে করেন। বিয়ে নিয়ে ছেলেমেয়েদের নানান রকম স্বপ্ন। কেউ চান তার পছন্দের জীবনসঙ্গী বা সঙ্গিনী হোক রাজপুত্র কিংবা রাজকন্যার মতন। আবার কেউ চান খুব সাধারণ মানুষকে তাদের সঙ্গী বানাতে।

বিয়ের আগে ছেলেমেয়েরা নিজেদের শরীরের ব্যাপারে একটু বেশি সচেতন হয়ে পড়েন তবে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়েছে ভারতীয় মেয়েদের উপর। বিয়ের জন্য কেমন ছেলে তাদের পছন্দ রোগা না মোটা। জীবনসঙ্গী কেমন হবে সেই সম্পর্কে তাদের একটা ফ্যান্টাসি কাজ করে।

ইউনিভার্সিটি অফ মুসৌরি একটি সমীক্ষা চালিয়েছে তাতে দেখা গিয়েছে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটু রোগা চেহারার পুরুষদের বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করেন মেয়েরা। সেই তুলনায় গোলগাল ছেলেদের মধ্যে খুব একটা নিরাপত্তা তারা খুঁজে পান না।

আরো খবর: এই দেশে বে’শি জলপান করলেই হবে জ’রি’মা’না! হ’তে পা’রে ৬ মাসের জেল!

গবেষকরা জানিয়েছেন বেশি সুঠাম দেহের পুরুষদের নিয়ে অনিশ্চয়তায় ভোগেন মেয়েরা। তাই তারা চান সঙ্গী হোক এমন যাতে তার তুলনায় সঙ্গীর উপর মানুষের চোখ না পড়ে।

পুরুষরা যদি জিম করার টানটান চাবুকের মতন ফিগার বানান তবে সে ক্ষেত্রে নানান রকম ঝামেলা থাকে বিশেষ করে এই পর নারীর আসক্ত হওয়ার। তাছাড়া ডায়েটিং ও স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে গিয়ে রীতিমত নাকানি-চোবানি খেতে হয় মেয়েদের।

তাই অপেক্ষাকৃত স্বাস্থ্যের ব্যাপারে অসচেতন ছেলেদের তারা পছন্দ করেন বেশি। অল্প ভুঁড়িওয়ালা ছেলেদের কাজের প্রতি বেশি মনোযোগ থাকে এই ধরনের ছেলেরা কিছুটা আন সোশ্যাল হয়ে থাকেন। তাই জন্য তাদের মেয়েরা খুব একটা পছন্দ করেন না বিয়ের জন্য।