সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SIP: ৫ লাখ বিনিয়োগে রি’টা’র্ন পাবেন ৯০ লাখ টা’কা, জানুন বি’শ’দে

বর্তমানে অতি জনপ্রিয় একটি ইনভেস্টমেন্ট Scheme হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP। বর্তমানে যেখানে ব্যাঙ্কের সুদ কমছে নিয়মিত, সেখানে নাগরিকদের কাছে অন্যতম ভরসাস্থল হয়ে দাঁড়িয়েছে এই SIP। এই SIP এর মাধ্যমে নাগরিকেরা এক মোটা অঙ্কের অর্থ লাভ করতে পারেন। যে সমস্ত নাগরিকেরা ইতিমধ্যেই SIP-তে বিনিয়োগ করছেন, তাঁরা ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে জানেন। SIP ইনভেস্টমেন্টের একটি প্যাটার্ন আছে। সেই প্যাটার্ন মেনেই যাবতীয় বিনিয়োগ করা হয়৷ Systematic Investment Plan এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডের যে কোনও ইক্যুইটি শেয়ারে বিনিয়োগের একটি পদ্ধতি আছে।

এখানে বিনিয়োগ মূলত, নানা ধরণের শর্ট টার্ম পিরিয়ডের মাধ্যমে করা হয়ে থাকে। বিভিন্ন পিরিয়ডে নানা অঙ্কের টাকা বিনিয়োগ করা হলে তবে তা মেয়াদ শেষে বড় অঙ্কের রিটার্ন দিয়ে থাকে। SIP বিনিয়োগের ক্ষেত্রে দুটি জিনিস মাথায় রাখা সবথেকে প্রয়োজনীয়। এক বিনিয়োগের সময় নির্ধারণ। অর্থাৎ ঠিক কত বছরের জন্য আপনি বিনিয়োগ করতে চান সেই বিষয় নিয়ে একটি সম্যক ধারণা রাখা বিশেষ প্রয়োজন। অর্থাৎ আপনি চাইলে 10 বছরের জন্য একটি স্কিম নিতে পারেন অথবা 20 বছরের জন্য একটি স্কিম নিতে পারেন। তার বেশি সময়ের জন্যেও চাইলে স্কিম নিতে পারেন।

এই SIP Investment সাধারণত লং টার্মের জন্য হয়ে থাকে। দ্বিতীয় বিষয়টি মূলত এই লং টার্মের ইনভেস্টমেন্ট ধরেই৷ আপনি যদি লংটার্মের জন্য কোনও একটি স্কিম নিয়ে থাকেন ; সেক্ষেত্রে আপনাকে বিনিয়োগের ক্ষেত্রে নিয়মিত হতে হবে। অর্থাৎ নিজের রোজগার থেকে নিয়মিত বিনিয়োগ করতে হবে SIP- তে৷

এই SIP- তে বিনিয়োগের উপর বাজারে 10% কারেকশন রয়েছে এবং আপনার বিনিয়োগের সময় হল 10 বছর৷ এই দশ বছর প্রতি মাসে আপনি 2500 টাকা করে জমা দিচ্ছেন এই একই ফান্ডে৷ তাহলে যে পাঁচ লাখ টাকা ( দু লাখ আপনার বিনিয়োগ এবং 3 লাখ SIP) আপনি বিনিয়োগ করেছেন 10 বছর শেষে প্রায় 12% CAGR মিলিয়ে তা দাঁড়াবে প্রায় 12 লাখ টাকায়। যে কোনও SIP ফান্ডে আপনি যদি 10 বছরের জন্য বিনিয়োগ করে থাকেন। সেক্ষেত্রে 10-15% CAGR সহজেই পাবেন।আর 25 বছরের জন্য হলে এই টাকার পরিমাণ দাঁড়াবে 90 লাখ।