সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দলের নি’র্দে’শ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভো’ট দিলেন শিশির-দিব্যেন্দু

তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে দলের নির্দেশকে উপেক্ষা করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। কাঁথি এবং তমলুকের তৃণমূল সাংসদ শিশির এবং দিব্যেন্দু ভোট দেওয়ার কথা স্বীকার করে নেননি।

শনিবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন।

তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড় বা বিরোধীদের সম্মিলিত প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করবে না তৃণমূল।

আরো পড়ুন: রাজনীতিতে না এলেই ভা’লো হতো, এই দিন দেখতে হতো না! আ’ক্ষে’পে’র সু’র পার্থর গলায়

তবে দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলেও শিশির এবং দিব্যেন্দু ভোট দান করেছেন বলে জানা যাচ্ছে। তবে এই প্রসঙ্গে সরাসরি তারা কিছু বলতে চাননি।

উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের ভোটাধিকার থাকে। সেইমতো সমস্ত সাংসদকেই ভোটদান থেকে বিরত থাকার কথা বলেছিল তৃণমূল। এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছিল সকলকে।।

অধিকারী পরিবারের তরফ থেকে জানানো হয়েছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের কোনো প্রেসার থাকে না। এই দুটি পথ দেশের সর্বোচ্চ পদ তাই সেখানে জনপ্রতিনিধিরা ভোট দিতে পারবেন।

শিশির অধিকারী বলেছেন ভোট দেবেন কিনা দেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী বলেছেন তিনি ভোটগ্রহণ কেন্দ্রের ধারে কাছেও যাননি।