সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নাতনি হওয়ায় খু’শি ছিলেন না তিনি, সেই মেয়ে IAS হওয়ায় ডিজে বা’জি’য়ে না’চ ঠাকুমার

এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কন্যাসন্তানের জন্ম হলে বাড়ির সদস্যদের মুখ কালো হয়ে যায়। আজ থেকে দুই দশক আগে এই সমস্যাটা ছিল আরও প্রবল। রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা নানচিদেবীও ভীষণ অখুশি হয়েছিলেন যখন তার ছেলের ঘরে মেয়ের জন্ম হয়েছিল। তবে সেই মেয়েই আজ যখন ইউপিএসসি পাশ করে আইএএস অফিসার যাচ্ছে তখন খুশিতে মাতোয়ারা তার ঠাকুমা।

সেই মেয়ে, নিশা চাহর ইউপিএসসি পরীক্ষায় ১১৭ র‌্যাঙ্ক করেছেন। তবে তার জন্মের সময় তাকে মেনে নিতে পারেননি তার ঠাকুমা। কিন্তু নিশার বাবা রাজেন্দ্র আবার মায়ের কাছেই মেয়ের দায়িত্ব সঁপেছিলেন। ধীরে ধীরে নাতনির প্রতি তার চিন্তাধারা বদলেছে।

এখন নাতনি ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছে। তার বাবা-মা চেয়ে ছিলেন তিনি ডাক্তার হোন। সেইমতো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। তাদের ইচ্ছে ছিল ডাক্তারি পাশ করার পর মেয়ের বিয়ে দিয়ে দেবেন। কিন্তু নিশা সেটা চাননি। ইউপিএসসি পরীক্ষায় প্রথমবারের প্রচেষ্টাতেই সফল হয়েছেন তিনি। নাতনির এই সাফল্যে ঠাকুমার আনন্দ আর ধরে না। নিজে ডিজে ডেকে নিয়ে এসে নাতনির পাশ করার খুশিতে নাচলেন তিনি।