সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের প্রথম মহিলা গোয়েন্দা যি’নি এখনো পর্যন্ত ৮০ হাজারের বে’শি কেস-র স’মা’ধা’ন করেছেন

প্রাইভেট ইনভেস্টিগেটর বললে সবার প্রথমে ফেলুদার নাম আসবে মনে। তবে এই ভারতে সত্যি সত্যি একজন মহিলা গোয়েন্দা রয়েছেন যিনি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর হয়ে প্রায় 80 হাজারেরও বেশি কেস সমাধান করেছেন। তিনি ভারতের লেডি জেমস বন্ড রজনী পন্ডিত।

Know All About India First Woman Private Detective Rajani Pandit in Hindi

মাত্র 22 বছর বয়স থেকেই তিনি বিভিন্ন জটিল কেসের সমাধান করতে শুরু করেন। 1962 সালের মহারাষ্ট্রের পালঘর জেলা তার জন্ম হয়েছিল। তার বাবা ছিলেন একজন সিআইডি আধিকারিক। ছোটবেলা থেকেই বিভিন্ন কেসের সমাধান এবং সেই সংক্রান্ত খুটিনাটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পেরেছিলেন তিনি। জীবনের প্রথম অর্ধে তিনি একটি অফিসে কেরানীর চাকরী করতেন। সেখানে একটি কেসের নিষ্পত্তি করে তাক লাগিয়ে দেন। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি।

Know All About India First Woman Private Detective Rajani Pandit in Hindi

বিভিন্ন জটিল কেস ক্রমাগত ভিড় করতে থাকে তার কাছে। গোয়েন্দা হিসেবে প্রয়োজন অনুসারে মাঝে মধ্যেই তিনি নিজের চরিত্র বদলে ফেলতেন। কখনো পরিচারিকার ভূমিকায়, কখনো বা সন্তান সম্ভবা নারীর ভূমিকায় তিনি কেসের সমাধান করতেন। এজন্য বড় বিপদের ঝুঁকি নিতে হতো তাকে।

रजनीकांत से कम नहीं हैं रजनी पंडित ! - Meet the first Indian female  detective Rajini Pandit

1991 সালে তিনি একটি গোয়েন্দা সংস্থা খুলে ফেলেন। সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে যেতেন সেখানে। তিনি ফেসেস এন্ড মায়াজাল নামের একটি বই লিখেছেন। সেখানে কেস সমাধান সংক্রান্ত একাধিক বিষয় উত্থাপন করেছেন। সর্বাধিক বিখ্যাত গোয়েন্দা সহ ইতিমধ্যেই বহু পুরস্কার জিতে নিয়েছেন তিনি।