সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইনি একজন সরকারি স্কুলের শিক্ষিকা, গত ১৩ বছরে একদিনও নেননি ছু’টি!

আমরা সকলেই মনে করি সরকারি চাকরি মানে ভীষণ আরামের একটি চাকরি। গতবছর করোনার সময় এই নিয়ে কতনা আন্দোলন করলাম আমরা। সরকারি চাকরির নিশ্চয়তা আড়ালে যে কতখানি কষ্ট থাকে তা হয়তো অনেকেই জানে না।

একবার সরকারি চাকরি পেলে সারা জীবন আর কোন কষ্ট থাকে না এমনটাই মনে হয় আমাদের। অনেকে ভুলে যান সরকারি চাকরি মানে একটা বিশাল বড় দায়িত্ব যদি সেই চাকরি হয় শিক্ষকতার। সমাজের যে কোন পেশায় মানুষ এক রকম কাজ করে আর শিক্ষক একরকম কাজ করে।

আগামী প্রজন্মকে গড়ে তোলার চাবিকাঠি থাকে শিক্ষকের কাছে। অথচ সরকারি চাকরির নিশ্চয়তা আড়ালে এই কষ্ট অনেকেই দেখতে পারে না।

আরো পড়ুন: বিজ্ঞাপন দেখানোর না’ম করে ব্যক্তিগত ফোনকলে আড়িপাতা! চা’ঞ্চ’ল্য’ক’র ত’থ্য প্রকাশ্যে

তামিলনাড়ুর ভিল্লুপুরম এর কাছে সুন্দরী পলায়ম গ্রামের সরসু এমন একজন শিক্ষক যিনি বুঝিয়েছেন শিক্ষা দানের মাহাত্ম্য। তিনি ইস্কুলের বহু শিক্ষকের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত 13 বছরে একদিনও ছুটি নেয় নি তিনি।

এই বিষয়ে ওই শিক্ষিকা বলেন, গত 18 বছরে আমাকে এখনো কোন মেডিকেল লিভ নিতে হয় নি। গত 13 বছরে কোনো রকম ছুটি নি নি আমি। আসলেই ছাত্র সমাজের সামনে একটি উদাহরণ তৈরি করতে চেয়েছিলাম আমি।

আমাকে দেখে অনেক ছাত্র-ছাত্রী অনেক কিছু শিখেছে। যারা কখনো স্কুলে আসতে চাইতো না তারা এখন স্কুলে প্রত্যেকদিন পড়াশোনা করতে আসে আর এটাই আমার পাওনা।

বছরের পর বছর ছুটি না নিয়ে তিনি কিভাবে থাকেন কিভাবে তিনি পরিবারের চাহিদা পূরণ করেন সেই সম্পর্কে শিক্ষিকা বলে ওঠেন, সমস্ত গুরুত্বপূর্ণ কাজ স্কুলে আসার আগে আমি করে আসি অথবা স্কুল থেকে গিয়ে করি।

স্কুলের সময় আমি অন্য কোনো বাড়তি কাজ রাখিনা। পরিবারের লোকজনকে সময় আমি অন্য সময় দিই। আগে পরিবারের মানুষ আমাকে সমর্থন করতে না কিন্তু এখন আমাকে বুঝতে পারে তারা।