সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাঙ্গরের মতো দাঁত, বিশ্রী চে’হা’রা, রক্তচোষা মাছের দেখা মি’ল’লো সমুদ্রে

একি ভীষণ আকৃতির প্রাণীর দেখা মিলল গভীর সমুদ্র। যা দেখে রীতিমতো শঙ্কিত মানুষ। এমন ভয়ংকর চরিত্রের প্রাণীর আগে কোনদিন দেখা যায়নি বলেই জানিয়েছেন গবেষকরা। দেখতে অনেকটা হাংরের মত। আবার মুখের অবয়ব দেখে মনে হচ্ছে যেন একটি মাছ।

গোটা শরীর দেখে মনে হবে যেন কোনো রক্তচোষা দানব। এই প্রাণীটির খোঁজ পেয়েছেন এক সমুদ্র বিজ্ঞানী তিনিই প্রথম সোশ্যাল মিডিয়ায় এই প্রাণীর ছবি পোস্ট করেছেন সকলের কাছে জানতে চেয়েছেন বলতে পারবেন এই প্রাণীর নাম।

সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে তিনি নাকি এই দানব দেখতে পান। কদাকার দেখতে এই মাছের দৈর্ঘ্য নাকি তিন ফুট। তার মুখে হাঙরের মতন দাঁত রয়েছে তার চোয়ালে আবার কোন দাঁত নেই সবকটি দাঁত রয়েছে উপরের দিকে।

আরো খবর: ব্যাপারটা কি? পরিযায়ী শ্রমিকরা হাজার কিমি হেঁ’টে বেঙ্গালুরু থেকে ওড়িশা পৌঁছালেন

এরা অন্য মাছের রক্ত চুষে খায় বলে জানিয়েছেন ওই সমুদ্র বিজ্ঞানী প্রথমে অন্যান্য মাছের গায়ে তাদের জীব আটকে দেয় এরপর হঠাৎ করেই চোখের নিমেষে রক্ত চুষে খেয়ে নেয় এভাবেই এই দৈত্যকার প্রাণীর জীবন ধারণ করে।

১৯ কিলোগ্রাম মাছ এক ঘন্টায় হত্যা করতে পারে তারা, নেদারল্যান্ডের আমস্টারডামের ১০৪ কিলোমিটার উত্তর দিকে এই প্রাণীর খোঁজ পাওয়া গিয়েছিল। ৪০ কোটি বছর আগে অগ্না থা নামের একটি মেরুদন্ডী প্রাণীর বংশধর এই মাছ।

যদিও এখন কেবল তাদের নিজের চোয়ালে দাঁত রয়েছে কিন্তু একসময় তাদের দুই চোয়ালে তীক্ষ্ণ দাত ছিল। National osenic and atmosphewric administration জানিয়েছে এরা মূলত পরজীবী মাছ।