সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শেয়ার মার্কেট: ৪৩ বছর আগে কে’না শেয়ারের দাম বর্তমানে ১৪৪৮ কো’টি! টা’কা দিতে না’রা’জ সংস্থা

আজ থেকে ৪৩ বছর আগে বাবু জর্জ ভালাভি নামক এক ব্যক্তি এক সংস্থার সাড়ে তিন হাজার শেয়ার কিনেছিলেন। তিনি কেরলের কোচির বাসিন্দা। হিসেব করে দেখা গেছে, সেই শেয়ারের বর্তমান মূল্য ১ হাজার ৪৪৮ কোটি টাকা। বাবু বলছেন, ওই সংস্থার ২.৮% এর অধিকারী তিনি। বাবুর অভিযোগ, অবৈধভাবে তাঁর শেয়ার অন্যদের বেচে দেওয়া হয়েছে। বাবু বিষয়টি নিয়ে সেবি-র দ্বারস্থ হয়েছেন।

৪৩ বছর আগে তাঁরা চার আত্মীয় মিলে ‘মেবার অয়েল অ্যান্ড জেনারেল মিলস লিমিটেড’-এর সাড়ে তিন হাজার শেয়ার কিনেছিলেন। বাবু যখন তাঁর পুরনো কাগজপত্র ঘেঁটে দেখছিলেন তখন তাঁর বিনিয়োগের বেশ কিছু কাগজপত্র খুঁজে পান। উদয়পুরের ওই সংস্থা থেকে কেনা শেয়ারের নথি নিয়ে খোঁজ নেওয়া শুরু করেন।

তারপর সব বিষয় জানতে পারেন। বাবু এটাও জানতে পারেন তিনি যে সময় শেয়ার কিনেছিলেন সেই সময় উদয়পুরের ওই সংস্থা শেয়ার বাজারের নথিভুক্ত সংস্থা ছিল না। কিন্তু বর্তমানে সংস্থার নাম বদলে রাখা হয়েছে পিআই ইন্ডাস্ট্রিজ। বর্তমানে এই সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত হয়েছে।

২০১৫ সালে বাবুর ছেলে শেয়ারের কাগজপত্র দেখে সেই নথি নিয়ে শেয়ারের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বাবুর ছেলেকে সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলেন। তারপর ওই সংস্থার তরফ থেকে তাঁদের জানানো হয় ওই শেয়ার ১৯৮৯ সালে অন্য ব্যক্তিদের হস্তান্তরিত করে দেওয়া হয়েছে। কিন্তু আসল নথি তো বাবুর কাছে, তাহলে আসল নথি ছাড়া ওই শেয়ার হস্তান্তর হল কীভাবে! এসব ভেবেই হতবাক হয়ে যান তাঁরা।