সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“স্ত্রীর সা’থে যৌ’ন’তা স্বামীর অধিকার ন’য়”, পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্ট

আরো একবার নারীদের ওকে বড় সরায়ে দিলেন দিল্লি হাইকোর্ট। দীর্ঘদিন ধরেই বৈবাহিক জীবনে জোর করে সঙ্গম স্থাপন করা নিয়ে বহু বহু কথা উঠেছিল। এতদিন নারীরা কোন প্রতিবাদ করতে পারত না। স্ত্রীর শরীরের ওপর স্বামীর অধিকার থাকবে এটাই তো শেষ কথা। কিন্তু কখনোই একজন নারীর মতের বিরুদ্ধে তার সঙ্গে শা’রী’রি’ক সম্পর্ক স্থাপন করা যায় না তাহলে তাকে ধ’র্ষ’ণ করা হয়। এবার এই সংক্রান্ত মামলার শুনানি শুরু করেছে দিল্লি হাইকোর্ট।

এ প্রসঙ্গে উচ্চ আদালতের বিচারপতি শ্রী হরিশংকর জানান, স্ত্রীর সঙ্গে যৌ’ন মি’ল’ন স্বামীর অধিকার হতে পারে না। যৌ’ন মিলনের জন্য কখনোই স্ত্রীকে জোর করতে পারেন না একজন স্বামী। বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত একাধিক মামলার আবেদনের শুনানি একসঙ্গে শুরু করেছে দিল্লি হাইকোর্ট। এর আগে বিচারপতি পর্যবেক্ষণে বলেছেন, বৈবাহিক ধ’র্ষ’ণে’র শাস্তি হওয়া উচিৎ তা অস্বীকার করার কিছু নেই। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারাকে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশন জমা পড়েছে আদালতে। ওই ধারায় বলা হয়েছে, স্ত্রীর বয়স ১৫ বছরের বেশি হলে তার সঙ্গে বলপূর্বক যৌ’ন’স’ঙ্গ’মে ব্যতিক্রম হিসেবে অব্যাহতি দেয়া হয়েছে। অর্থাৎ ১৫ বছরের কোন নারীর সঙ্গে বলপূর্বক শা’রী’রি’ক সংগ্রাম করা হলে সেটি অপরাধ বলে মনে হবে না।

দীর্ঘদিন ধরে এই ধারা চলে আসছে। কিন্তু এবার এই বিষয়টি নিয়েই শুরু হতে চলেছে বিতর্ক এবং আপত্তি। এবার এই ধারার বিরুদ্ধে ভিষন জালা বলল দিল্লি হাইকোর্টে। বৈবাহিক ধ’র্ষ’ণ সংক্রান্ত মামলার শুনানিতে অ্যামিকাস কিউরি রেবেকা জন বলেন, নিবাহী যৌ’ন স’ম্প’র্কে’র প্রত্যাশা অবশ্যই থাকবে। সেই প্রত্যাশা শাস্তিযোগ্য হতে পারে না। কিন্তু প্রত্যাশা করলেই তাকে বল পূর্বক জোর করা যায় না। বলপূর্বক জোর করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।