সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আকাশগঙ্গার ছায়াপথে এবার “ভুতুড়ে বস্তু”-র স’ন্ধা’ন পে’লো বিজ্ঞানীরা

বেশ কয়েক মাস আগে মহাকাশ থেকে রহস্যময় রেডিও তরঙ্গ ভেসে এসেছিল। যা অবাক করে দিয়েছিল বিজ্ঞানীদের। এবার এই ব্রম্ভান্ডের আকাশ গঙ্গা ছায়াপথে এক ভুতুড়ে বস্তুর সন্ধান পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা প্রাথমিক পর্যবেক্ষণে সেটিকে কোনো শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বলে মনে করছেন। বিজ্ঞানীদের একাংশের মতে এই ভূতুরে বস্তু রেডিও তরঙ্গের উৎস। বিজ্ঞানীরা আপাতত এই ভূতুড়ে বস্তু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

মহাকাশ গবেষক নাতাশা হার্লি ওয়াকার পশ্চিম অস্ট্রেলিয়ার মার্চিসন ওয়াইড ফিল্ড অ্যারে রেডিও টেলিস্কোপের ব্যবহারে এই বস্তুটির সন্ধান পেয়েছেন। তিনি জানিয়েছেন এই ভূতুরে বস্তু থেকে 18.18 মিনিট অন্তর অন্তর স্পন্দন ধরা পড়ছিল। পরবর্তী পর্যায়ের পর্যবেক্ষণের পর কয়েকজন অস্ট্রেলিয়া জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছেন এই বস্তুটি পৃথিবী থেকে প্রায় চার হাজার আলোকবর্ষ দূরে আছে।

এটিকে অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বলে মনে করা হচ্ছে। তবে এর সম্পূর্ণ রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা জানাচ্ছেন এর মধ্য থেকে কুড়ি মিনিট অন্তর অন্তর শক্তিশালী রেডিও তরঙ্গ সৃষ্টি হচ্ছে। যার জন্য কার্যত প্রবল শক্তির প্রয়োজন। উল্লেখ্য 3 বছর আগে আকাশগঙ্গা ছায়াপথে এমন অদ্ভুত রহস্য ধরা পড়েছে। 2019 সালের এপ্রিল মাস থেকে শুরু করে দুই হাজার কুড়ি সালের আগস্ট মাসের মধ্যে অস্ট্রেলিয়াতে স্কোয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার ডেসকো ব্যবহার করে রহস্যময় আকাশগঙ্গার রেডিও তরঙ্গের আলোর ঝলক দেখা গিয়েছিল।

সেই সময় মোট 13 বার এই ঝলক দেখা যায়। 2021 সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ার টেলিস্কোপ কম্প্যাক্ট অ্যারেতে এমনটা ফের ধরা পড়েছিল। 2021 সালে মিরকাট রেডিও টেলিস্কোপেও রহস্যময় আলো ধরা পড়েছিল। এই আলো আসলে কোনো নক্ষত্র, পালসার বা, সুপারনোভা নয় বলে জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। এটি কোনো নিঃশেষ হয়ে যাবে নক্ষত্র হতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের।